কলকাতা: মুম্বইয়ের এক নামী পানশালার মালিক জিতেন্দ্র চান্দেরলাল নভলানির এক মামলায় তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী। অভিযুক্তের বিদেশ যাত্রা নিয়ে তাঁর মন্তব্য অন্য একটি মামলার কথা মনে করিয়ে দিয়েছে সকলকে। কোনও নাম নেননি তিনি, কিন্তু আদতে বিচারপতি কার কথা বলেছেন তা বুঝতে কারোর অসুবিধা হওয়ার কথা নয়।
আরও পড়ুন- দিল্লি সফরে কি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠক? জবাব দিলেন মমতা
নভলানি তোলাবাজি ও খুনের হুমকির অভিযোগ তুলে মুম্বই পুলিশের কাছে চার জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। তাদের মধ্যে রয়েছেন রাজর্ষি বন্দ্যোপাধ্যায় নামের এক ব্যক্তি, যিনি নাকি পশ্চিমবঙ্গের সিআইডি আধিকারিক। যদিও এই দাবি ভিত্তিহীন বলে জানিয়েছে সিআইডি। তবে ওই ঘটনার পর রাজ্যেও একটি পৃথক তদন্ত শুরু হয়। নরেন্দ্রপুর থানায় নভলানির বিরুদ্ধে পুলিশ মামলা রুজু করে। সেই মামলাতে নিমন আদালত থেকে রক্ষাকবচ পেলেও বিদেশ যাত্রার অনুমতি পাননি ব্যবসায়ী। পরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। আদালতে দাবি করেন, চিকিৎসার জন্য তাঁর বাইরে যাওয়া প্রয়োজন। এই মামলার শুনানিতেই গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন বিচারপতি।
তাঁর কথায়, চিকিৎসার জন্য আবেদনকারী কোথায় যেতে চান সেটা তার পছন্দ, তাকে গুরুত্ব দেওয়া উচিৎ। কিছুদিন আগে একজন দুবাইতে চোখের চিকিৎসার জন্য যেতে চেয়ে আবেদন করেন। তারা জানেন সেখানে ভালো চোখের চিকিৎসা হয় না তাও আপত্তি করা হয়নি। কিন্তু হঠাৎ এই মন্তব্য? আসলে নভলানি মামলায় রাজ্য তাঁর বিদেশ যাওয়ার বিরোধিতা করেছে। রাজ্যের আইনজীবী বলেন, ছোট ব্যাপার যা SSKM হাসপাতালেই সম্ভব। তখনই এমন মন্তব্য বিচারপতির। উল্লেখ্য, এই বিচারপতির কাছ থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবাই যাওয়ার অনুমতি পান।