কলকাতা:বন্ধ রয়েছে শিক্ষক বদলির পোর্টাল ‘উৎসশ্রী’৷ তবে পোর্টাল বন্ধ থাকলেও আটবে না শিক্ষক-বদলি৷ সে কথা সাফ জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। সোমবার বদলি সংক্রান্ত একটি মামলা ওঠে কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। মামলাটি করেন থ্যালাসেমিয়া আক্রান্ত এক শিক্ষিকা৷ তাঁর মেয়ের শ্বাসকষ্ট রয়েছে। তিনি বদলির আবেদন জানিয়েছিলেন। তবে বোর্ডের তরফ থেকে কোনও সদুত্তর পাননি। সেই মামলা শোনার পর বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, এখন থেকে প্রাথমিকের সব বদলির আবেদন অফলাইনে বিবেচনা করতে হবে বোর্ডকে। উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকার যুক্তি কার্যকর হবে না।
২০২২ সালের ২৯ সেপ্টেম্বর থেকে বন্ধ পড়ে রয়েছে উৎসশ্রী পোর্টাল৷ আটকে রয়েছে বহু বদলি৷ এবার এই সমস্যার সমাধান হল বলেই মনে করছেন আইনজীবীরা।