SSKM: বিক্ষোভ বন্ধ হচ্ছে! বেতন বৈষম্য দূর হবে, আশ্বাস পেল নার্সরা

SSKM: বিক্ষোভ বন্ধ হচ্ছে! বেতন বৈষম্য দূর হবে, আশ্বাস পেল নার্সরা

কলকাতা: ২০১৩ সাল থেকে এসএসকেএম হাসপাতালে নার্সদের বেতন বৈষম্য চলে আসছে বলে অভিযোগ উঠেছিল এবং সেই প্রেক্ষিতে কিছুদিন আগেও রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করতে দেখা যায় তাদের। এখনো পর্যন্ত এসএসকেএম-এ কর্মরত নার্সদের বিক্ষোভ হচ্ছে  যা নিয়ে মামলাও চলছে। আজ সেই মামলার শুনানিতে বিক্ষোভ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে নার্সদের পক্ষ থেকে। তাদের আইনজীবী এমনটাই জানিয়েছেন আদালতে।

এদিন মামলার শুনানিতে এডভোকেট জেনারেল আদালতে নার্স বিক্ষোভের ছবি পেশ করেন। সেই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, রাজ্য সরকার হলফনামায় বলেছে যে বিক্ষোভের কারণে হাসপাতালে পরিষেবা বিঘ্নিত হচ্ছে এবং এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। হাসপাতালে ভেতরে এবং বাইরে দুই জায়গাতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং তার জন্য ভুগতে হচ্ছে সাধারন মানুষকে। সেই প্রেক্ষিতেই নার্সদের আইনজীবী জানান যে পরিষেবা ব্যাহত করা নার্সদের উদ্দেশ্য নয় কিন্তু বিগত কয়েক বছর ধরে বেতন বৈষম্যের শিকার তারা। তবে তিনি এই প্রেক্ষিতে জানিয়ে দেন যে আগামী এক মাসের জন্য বিক্ষোভ বন্ধ রাখা হবে। এডভোকেট জেনারেল আশ্বাস দিয়েছেন যে এই সময়ের মধ্যেই বেতন-বৈষম্যের সমাধান করার চেষ্টা করছে রাজ্য সরকার। এই আশ্বাস পাওয়ার পর নার্সদের বিক্ষোভ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৩ ফেব্রুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =