৩ ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ নয়, তৃণমূল বিধায়ককে নিয়ে নির্দেশ হাইকোর্টের

৩ ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ নয়, তৃণমূল বিধায়ককে নিয়ে নির্দেশ হাইকোর্টের

কলকাতা: তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুবোধ অধিকারীকে নিয়ে যুগান্তকারী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তাঁকে সাক্ষী হিসাবে ৩ ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ করতে পারবে না সিবিআই। এমনটাই জানিয়ে দিয়েছে আদালত। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, তাঁকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করতে গেলে ৭২ ঘন্টা আগে নোটিশ দিতে হবে।

আরও পড়ুন- ‘ভেবেছিলাম নিজে রান্না করে মাংস ভাত খাওয়াব …’, অভিষেকের জন্মদিনে শোকে পাথর বাবা

বেআইনি অর্থলগ্নী সংস্থার একটি মামলায় বিধায়ক সুবোধ অধিকারীকে বারংবার নোটিশ দিয়ে ডেকে পাঠায় সিবিআই। গোয়েন্দা সংস্থার কাছে নথি জমা দেওয়ার সময় চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানাযন সুবোধ অধিকারী। পাশাপাশি দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। এতেই আদালত আরও নির্দেশ দিয়ে জানিয়েছে, তাঁকে অভিযুক্ত হিসাবে নির্দিষ্ট করলে সিবিআইকে ১০ দিন আগে নোটিশ দিয়ে জানাতে হবে। আর ১০ দিনের মধ্যে তাঁকে গ্রেফতার করা যাবে না। তবে এও জানান হয়েছে, আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে সুবোধ অধিকারীকে সমস্ত নথি সিবিআইয়ের কাছে জমা করতে হবে।

আসলে সানমার্গ চিটফাণ্ড মামলায় বিভিন্ন তথ্য জানতে মঙ্গলবার ভারতীয় দণ্ডবিধির ৯১ ধারায় সুবোধকে নোটিস পাঠিয়েছিল সিবিআই। সূত্রের খবর, চিটফান্ড কাণ্ডে ধৃত হালিশহর পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা রাজু সাহানির সঙ্গে যোগ রয়েছে বিধায়কের৷ সেই রেশ ধরেই সুবোধকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। সুবোধের হালিশহর ও কলকাতার বাড়ি, ফ্ল্যাট, অফিস-সহ ৫ জায়গায় হানা দেয় সিবিআই। বিধায়কের বিপুল সম্পত্তির  উৎস জানতে তাঁর আয় ও সম্পত্তির নথি চাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 3 =