কলকাতা: ঝালদা পুরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়ে ডামাডোল চলছিল। তবে এবার এই ইস্যুতে বড় নির্দেশ এল কলকাতা হাইকোর্টের তরফে। রাজ্যের বিজ্ঞপ্তি খারিজ করে আগামী ১৬ জানুয়ারি ঝালদা পুরসভার চেয়ারম্যান নির্বাচনের নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা রাজ্য সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিয়েছেন।
আরও পড়ুন- একাধারে ডাক্তার, আইপিএস, আইএএস… অশান্ত কাশ্মীর থেকে উঠে আসা এক তেজস্বিনী রুবেদা
ঝালদা পুরসভার অচলাবস্থা নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে গত ২ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলরকে চেয়ারম্যান হিসেবেও নিযুক্ত করা হয়েছিল। তবে রাজ্য সরকারের সেই বিজ্ঞপ্তি খারিজ হয়ে গেল আজ। পাশাপাশি এও জানান হয়েছে, আগামী ১৬ জানুয়ারি চেয়ারম্যান নির্বাচন হবে এবং পুরুলিয়ার জেলাশাসকের উপস্থিতির পাশাপাশি সম্পূর্ণ পুলিশী নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। কাউন্সিলরদের নির্বাচনে অংশগ্রহণ করতে এবং এই নির্বাচনকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, পুলিশ তা নিশ্চিত করবে।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর ঝালদার তৃণমূল পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন কংগ্রেসের পাঁচ ও নির্দলের এক কাউন্সিলর। উপ-পুরপ্রধান তাঁর সময়সীমার একেবারে শেষের দিকে ২১ নভেম্বর তলবি সভা ডাকেন। কিন্তু সেই সভা বৈধ নয় বলে দাবি করেন অনাস্থা আনা কাউন্সিলররা। পালটা তাঁরাও তলবি সভা ডাকেন। দু’পক্ষই তলবি সভা ডাকার ঘটনায় প্রশাসন চুপ থাকায় শাসক ও বিরোধীদের বিবাদ গড়ায় আদালতে।