কলকাতা: দীর্ঘদিন ধরে সিবিআই-এর হেফাজতে রয়েছে স্কুল সার্ভিস কমিশনের ডেটা রুম বা সার্ভার রুম৷ এবার সেই ডেটা রুম এসএসসি-কে হস্তান্তরের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ডেটা রুমের বাইরে থেকে সিআরপিএফ প্রত্যাহার করে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, ‘‘আজ থেকে স্কুল সার্ভিস কমিশনের নিয়ন্ত্রণেই থাকবে ডেটা রুম। সব নিয়ম মেনে এসএসসি-র চেয়ারম্যানকে ডেটা রুম হস্তান্তর করবে সিবিআই।”
আরও পড়ুন- অনুব্রত মণ্ডলের কালী প্রতিমার গয়নার উৎস নিয়ে ধোঁয়াশা, নজর সিবিআইয়ের
সার্ভার রুম খুলে দেওয়ার জন্য আদালতে আবেদন জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন৷ শুক্রবার সেই মামলায় সার্ভার রুম খুলে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির মামলা তদন্ত চলাকালীন হাই কোর্টের নির্দেশেই এসএসসি’র সার্ভার রুমে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। এদিন সার্ভার রুম থেকে কেন্দ্রীয় বাহিনী তথা সিআরপিএফ সরানোর নির্দেশ দেন বিচারপতি।
কমিশনের তরফে বলা হয়েছিল, ওই সার্ভার রুম ব্যবহার করতে না পারায় অনেক কাজ আটকে রয়েছে। এমনকী আদালতের নির্দেশও বাস্তবায়িত করা যাচ্ছে না। কারণ ওই সার্ভার রুমেই যাবতীয় তথ্য রাখা আছে। এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় এসএসসির সেই আর্জি মঞ্জুর করে সার্ভার রুম খুলে দেওয়ার নির্দেশ দেন৷
কেন বন্ধ করা হয়েছিল ডেটা রুম? অভিযোগ, যে পদ্ধতিতে দুর্নীতি হয়েছে তাতে সফটওয়্যারের কারসাজি স্পষ্ট৷ কায়দা করেই কম নম্বর পাওয়াদের নাম তোলা হয়েছিল তালিকায়। এক জনের নাম কেটে অন্যজনের নাম ঢুকিয়ে দেওয়ার মতো বিষয়গুলি বাস্তবায়িত হয়েছিল এই সার্ভার রুম থেকেই।তাই আদালতের নির্দেশে গত কয়েক মাস এসএসসি’র সার্ভার রুম সিল করা অবস্থায় ছিল। বেশ কয়েকবার সিবিআই সেখান থেকে তথ্যও সংগ্রহ করেছিল। ২৪ ঘণ্টা সার্ভার রুমের দরজায় পাহারা দিত কেন্দ্রীয় বাহিনী। এদিন সার্ভার রুম হস্তান্তরের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করে নেওয়ারও নির্দেশও দেয় হাইকোর্ট৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>