জমা জলে ডুবে মৃত্যু ব্যক্তির! পুলিশি রিপোর্টে অসন্তুষ্ট হাইকোর্ট, সিআইডি তদন্তের নির্দেশ

তদন্তকারী পুলিশ আধিকারিক ও যিনি ময়নাতদন্ত করেছিলেন, তাঁকে জেরা করে সিআইডিকে প্রাথমিক রিপোর্ট পেশ করতেও নির্দেশ

কলকাতা: এক ব্যক্তির রহস্য মৃত্যুর ঘটনার রিপোর্টে সন্তুষ্ট নয় কলকাতা হাইকোর্ট। তাই সেই ঘটনার তদন্তে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হল। হুগলির খানাকুল থানা যে রিপোর্ট দিয়েছিল তা সন্তুষ্ট করতে পারেনি আদালতকে। সেই রিপোর্ট খারিজ করে ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন- বাজেট পেশের দিনই বিধানসভায় ‘ভুয়ো’ বিধায়ক!

আসলে ধানের জমিতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ ছিল খুনের। কিন্তু হুগলির খানাকুল থানা রিপোর্ট দিয়ে দাবি করেছিল যে, ধান খেতের জমা জলে ডুবে মৃত্যু হয়েছে। কিন্তু ওই খেতের ছয় ইঞ্চি জমা জলে কী ভাবে মৃত্যু হতে পারে তা নিয়ে প্রশ্ন ওঠে। শেষে সিআইডিকে তদন্তভার দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই ঘটনায় মামলাকারী সৌরিয়া বেগমের অভিযোগ ছিল, ২০২১ সালের ১৪ অক্টোবর তাঁর স্বামী হারুন অল রশিদকে ডেকে নিয়ে যায় মইদুল ইসলাম, শেখ সাবির আলি, শেখ সাবির , শেখ সাবির ও নুরেল ইসলাম নামে পাঁচ ব্যক্তি। সেদিন রাত্রে স্বামী আর বাড়ি ফেরেননি। পরদিন এলাকায় খবর নিয়েও স্বামীর কোনও খোঁজ পাননি তিনি। পরে খানাকুল থানায় নিখোঁজ ডায়েরি করেন। এরপর ১৬ তারিখ সকালে এক ব্যক্তির ধান জমিতে হারুনের মৃতদেহ উদ্ধার হয়।