ডুমুরজলা স্পোর্টস সিটি নিয়ে হাইকোর্টে ধাক্কা রাজ্যের!

ডুমুরজলা স্পোর্টস সিটি নিয়ে হাইকোর্টে ধাক্কা রাজ্যের!

high-court-ssc-case-hearing-commission-faces-question

কলকাতা: ডুমুরজলা পার্কের মধ্যে প্রায় ৫৬ একর জমির উপর তৈরি হচ্ছে ডুমুরজলা স্পোর্টস সিটি। চার বছর আগে ডুমুরজলা স্টেডিয়াম ঘিরে স্পোর্টস সিটি তৈরির প্রস্তাব দেয় রাজ্য। তারপর থেকেই প্রায় এখানে পরিকল্পনা মাফিক কাজ হচ্ছিল। কিন্তু এবার এই ইস্যুতে হাইকোর্টে জোর ধাক্কা খেল রাজ্য সরকার। ডুমুরজলা পার্কের মধ্যে কী ভাবে সরকারি স্পোর্টস সিটি? রাজ্য সরকারের কাছে এই নিয়ে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট।

ডুমুরজলা পার্কের মধ্যে প্রায় ৫৬ একর জমির উপর তৈরি হওয়া ডুমুরজলা স্পোর্টস সিটি বাস্তুতন্ত্র নষ্ট করছে, এই অভিযোগ করে মামলা কলকাতা হাইকোর্টে মামলা করেছেন আইনজীবী ইমতিয়াজ আহমেদ। তার আইনজীবী বিকাশ ভট্টাচার্যের দাবি, স্পোর্টস সিটি বানাতে জলাভূমি বোজানো হচ্ছে। ফলে বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে। আগামী ২৮ ফেব্রুয়ারী রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে এই স্পোর্টস সিটি কোথায়, কী ভাবে বানানো হচ্ছে। সবুজ ধ্বংসের অভিযোগের ব্যাখ্যাই বা কী, তাও জানাতে হবে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে। রাজ্যের ভাবনায় ছিল এই স্পোর্টস সিটিতে হকি থেকে শুরু করে ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল, সুইমিং পুল সহ আরও বিভিন্ন খেলাধুলার জন্য পরিকাঠামো তৈরির। সেই হিসেবেই সেজে উঠছিল এই ডুমুরজলা স্পোর্টস সিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =