আনিস-কাণ্ডে CBI চেয়ে মামলা, মনে হয় পুলিশি তদন্তে আস্থা রাখবে? প্রশ্ন হাই কোর্টের

আনিস-কাণ্ডে CBI চেয়ে মামলা, মনে হয় পুলিশি তদন্তে আস্থা রাখবে? প্রশ্ন হাই কোর্টের

কলকাতা:  আনিস খান হত্যাকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে মামলা৷ শুনানি শেষে রায়দান স্থগিত রাখল কলকাতা হাই কোর্ট৷ এই মামলায় অভিযোগ শুধুমাত্র পুলিশের বিরুদ্ধে৷ এর পরেও মনে হয় মানুষ পুলিশি তদন্তে আস্থা রাখবে? রাজ্য সরকারের উদ্দেশে প্রশ্ন হাইকোর্টের৷ 

আরও পড়ুন- 

আনিস খানের পরিবারের তরফে সিবিআই তদন্ত চেয়ে যে মামলা হয়েছিল ইতিমধ্যেই তার শুনানি শেষ হয়ে গিয়েছে৷ বিচারপতি রাজশেখর মান্থা শীঘ্রই এই মামলায় রায়দান করতে পারেন বলে মনে করা হচ্ছে৷ এই মামলায় বিচারপতির বক্তব্য, কোনও ষড়যন্ত্র বা চক্রান্তের তথ্য উঠে আসছে কিনা, তা খতিয়ে দখতে হবে৷ কারণ এখানে মূল অভিযোগটা কিন্তু পুলিশের বিরুদ্ধে৷ দেখা যাচ্ছে একটি থানায় অভিযোগ এবং অন্য থানা থেকে অভিযানে যাওয়া হয়েছে৷ একজন অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা এই পদমর্যাদার অফিসারের মেসেজ থেকেই গোটা প্রক্রিয়া শুরু হচ্ছে৷ তদন্তের সময় এই দিকগুলিও মাথায় রাখতে হবে বলে জানায় আদালত৷ 

পাশাপাশি বিচারপতির পর্যবেক্ষণ, কোন পদমর্যাদার পুলিশ সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে৷ সেটাই গুরুত্বপূর্ণ৷ এখানেই বিচাপতির প্রশ্ন, সরকারের কি এখনও মনে হয় যেখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেখানে পরিবার বা সাধারণ মানুষ পুলিশ বা সিটের উপর আস্থা রাখবেন? 

রাজ্যের তরফে পাল্টা জবাবে বলা হয়, গোটা বিষয়টি স্বচ্ছতার সঙ্গে তদন্ত করার চেষ্টা করা হচ্ছে৷ ঘটনার পরেই সিট গঠন করে হয়েছে৷ তবে আনিস খানের পরিবারের তরফে প্রথম থেকেই অভিযোগ করা হয়েছিল যে, এটা পরিকল্পিত চক্রান্ত৷ পুলিশ জোড় করে বাড়িতে ঢুকে আনিসকে হত্যা করেছে৷ এবং সেই হত্যাকে এখন ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে৷  দুর্ঘটনার তত্ত্ব খাড়া করার চেষ্টা করা হচ্ছে৷ পরিবার ও আনিসের গ্রামের মানুষ পুলিশের এই ভূমিকায় একেবারেই সন্তুষ্ট নয়৷ তাঁদের দাবি, আনিস বারবার আশঙ্কা করেছিলেন তাঁকে হত্যা করা হতে পারে৷ শেষ পর্যন্ত সেটাই ঘটেছে৷ তাঁদের আরও দাবি, আনিস বরাবরই অন্যায়ের প্রতিবাদ করতেন এবং এর জন্য একাধিকবার হেনস্থার সম্মুখীনও হতে হয়েছে৷ পুলিশের কাছে অভিযোগ করতে গেলে তাঁর বিরুদ্ধেই পাল্টা অভিযোগ করা হয়েছে৷ এই চক্রান্তের সঙ্গে অনেকেই যুক্ত রয়েছে বলে পরিবারের দাবি। 

এদিকে, পুলিশ কেন আনিসের বাড়িতে গিয়েছিল, আনিসকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল কিনা, এই সকল বিষয়ে সিটের তদন্ত রিপোর্ট হাই কোর্টে পেশ করা হয়েছে৷ কিন্তু এই সকল বিষয়ে সেখানে স্পষ্ট কোনও ইঙ্গিত করা হয়নি৷ এই প্রেক্ষিতে সিট বা রাজ্য পুলিশের উপর আর কোনওভাবেই আস্থা রাখতে পারছে না আনিস খানের পরিবার৷ তাঁরা চান অবিলম্বে মামলার তদন্তভার সিবিআই-কে দিল কলকাতা হাই কোর্ট৷