আদানির বিরুদ্ধে জমি দখলের মামলা, গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলল হাইকোর্ট

আদানির বিরুদ্ধে জমি দখলের মামলা, গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলল হাইকোর্ট

কলকাতা: আদানির বিদ্যুৎ প্রকল্পের জন্য ফারাক্কায় জমি দখলের অভিযোগে যে মামলা দায়ের হয়েছে তার প্রসঙ্গে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি মামলাকারীর কাছে জানতে চান, এত বছর কেন আবেদন করেননি তিনি। বহু মানুষ সমস্যায় রয়েছেন জানিয়ে দ্রুত মামলাটি শুনানির আবেদন করেন মামলাকারীর আইনজীবী। তার পরিপ্রেক্ষিতে মন্তব্য প্রধান বিচারপতির। এছাড়া কিছু নির্দেশও দিয়েছেন তিনি। 

আরও পড়ুন- বিশ্বের সেরা ১০ ধনকুবেরের তালিকা থেকে ছিটকেই গেলেন আদানি! কত নম্বরে স্থান হল তাঁর?

 
বিচারপতি জানিয়েছেন, আদানিদের বিদ্যুৎ প্রকল্পের জন্য ফারাক্কায় বেআইনি জমি দখলের বিরুদ্ধে দায়ের মামলায় সব পক্ষকে যুক্ত করতে হবে। আগামী ২০ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। কিন্তু ঠিক কী অভিযোগ আছে এই ইস্যুতে? জানা গিয়েছে, ঝাড়খণ্ড থেকে বিদ্যুৎ হাইটেনশন লাইনের মাধ্যমে ফারাক্কা হয়ে বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা করেছে আদানি গ্রুপ। অভিযোগ, অধিগ্রহণের বিধি না মেনে গায়ের জোরে বেআইনি ভাবে জমির ওপর দিয়ে বিদ্যুতের লাইন নিয়ে যেতে খুঁটি পোতা হয়েছে। তার প্রতিবাদে ৩৫ জন চাষী ও এপিডি জনস্বার্থ মামলা করে।