কলকাতা: আদানির বিদ্যুৎ প্রকল্পের জন্য ফারাক্কায় জমি দখলের অভিযোগে যে মামলা দায়ের হয়েছে তার প্রসঙ্গে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি মামলাকারীর কাছে জানতে চান, এত বছর কেন আবেদন করেননি তিনি। বহু মানুষ সমস্যায় রয়েছেন জানিয়ে দ্রুত মামলাটি শুনানির আবেদন করেন মামলাকারীর আইনজীবী। তার পরিপ্রেক্ষিতে মন্তব্য প্রধান বিচারপতির। এছাড়া কিছু নির্দেশও দিয়েছেন তিনি।
আরও পড়ুন- বিশ্বের সেরা ১০ ধনকুবেরের তালিকা থেকে ছিটকেই গেলেন আদানি! কত নম্বরে স্থান হল তাঁর?
বিচারপতি জানিয়েছেন, আদানিদের বিদ্যুৎ প্রকল্পের জন্য ফারাক্কায় বেআইনি জমি দখলের বিরুদ্ধে দায়ের মামলায় সব পক্ষকে যুক্ত করতে হবে। আগামী ২০ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। কিন্তু ঠিক কী অভিযোগ আছে এই ইস্যুতে? জানা গিয়েছে, ঝাড়খণ্ড থেকে বিদ্যুৎ হাইটেনশন লাইনের মাধ্যমে ফারাক্কা হয়ে বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা করেছে আদানি গ্রুপ। অভিযোগ, অধিগ্রহণের বিধি না মেনে গায়ের জোরে বেআইনি ভাবে জমির ওপর দিয়ে বিদ্যুতের লাইন নিয়ে যেতে খুঁটি পোতা হয়েছে। তার প্রতিবাদে ৩৫ জন চাষী ও এপিডি জনস্বার্থ মামলা করে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”বড় বিপদে LIC! কারচুপি করে ধনী হয়েছেন গৌতম আদানি? Hindenburg Research claims fraud, LIC in trouble” width=”835″>
অন্যদিকে আবার তাজপুর বন্দর নিয়ে আদানি গোষ্ঠীর জন্য সমস্যায় পড়েছে রাজ্য সরকার। গত সেপ্টেবর মাসে ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগে পূর্ব মেদিনীপুরের তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়ার ছাড়পত্র আদানি গোষ্ঠীকে দেওয়া হয়েছিল। গ্লোবাল টেন্ডারে অংশ নিয়েই এই প্রকল্প গড়ে তোলার বরাত পেয়েছিল আদানি গোষ্ঠী৷ তাঁদের হাতে ইচ্ছাপত্রও তুলে দিয়েছিল সরকার। কিন্তু এখন প্রশ্ন যে এই বন্দর আদৌ হবে কিনা। কারচুপির অভিযোগে বিধ্বস্ত আদানি গোষ্ঠী এখন বিরাট চাপে।
