কলকাতা: রবীন্দ্র সরোবর লেক এলাকায় কোনও বেসরকারি কাজ করা যাবে না। বৃহস্পতিবার এই মর্মে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট৷ আদালতের নির্দেশ, রবীন্দ্র সরোবর লেক এলাকায় ক্রিকেট লিগের আয়োজন করা যাবে না। পরিবেশ রক্ষা সংক্রান্ত মামলায় এই অন্তর্বর্তী নির্দেশ দেয় উচ্চ আদালত।
রবীন্দ্র সরোবর এলাকায় তারকাদের ক্রিকেট লিগ (সেলিব্রিটি ক্রিকেট লিগ) আয়োজন করা হয়ে থাকে। আদালত জানিয়েছে, আপাতত এখানে এমন কোনও লিগের আয়োজন করা যাবে না। এমনকী সেলিব্রিটি ক্রিকেটারদের অনুশীলন করার অনুমতিও দেয়নি আদালত৷ এ বিষয়ে রাজ্যকে হলফনামা দিতে বলেছে হাই কোর্ট। আগামী ২৫ জুলাই মামলার পরবর্তী শুনানি।