এইমস নিয়োগ দুর্নীতিতে রাজ্যের স্বস্তি, কী বলল আদালত

এইমস নিয়োগ দুর্নীতিতে রাজ্যের স্বস্তি, কী বলল আদালত

কলকাতা: কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতিতে রাজ্যের স্বস্তি। সরকারের তদন্তের ওপরই আস্থা রাখল কলকাতা হাইকোর্ট। কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের আবেদন খারিজ করে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তাই বর্তমানে মামলার তদন্তভার সিআইডি’র হাতেই থাকছে।

আরও পড়ুন – দলের কঠিন সময়, বদনামের জন্য কিছু নেতাকে দায়ী করলেন সৌগত

রাজ্য সরকার এই মুহূর্তে ব্যাপক ভাবেই চাপে আছে কারণ একাধিক দুর্নীতির মামলার তদন্ত চলছে। কোনও মামলায় ইডি, আবার কোনও মামলায় সিবিআই তদন্ত করছে। বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি গ্রেফতার পর্যন্ত হয়েছেন। তাই সেই দিক থেকে দেখতে গেলে এইমস নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের তদন্তের ওপর হাইকোর্টের ভরসা চরম স্বস্তি দিল সরকারকে। আসলে অভিযোগ উঠেছিল, সিআইডি কেন্দ্রের অনুমতি ছাড়াই এই মামলায় তদন্ত করছে।

বিষয় হল, যার বা যাদের বিরুদ্ধে বেআইনি ভাবে চাকরিতে যোগ দেওয়ার অভিযোগ উঠেছে, তারা এখন কেন্দ্রীয় সরকারের কর্মচারী। এ বিষয়ে রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডিকে আদালত স্পষ্ট জানায়, দুর্নীতি দমন আইনের ১৭ (এ), ১৯৮৮ মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনও কর্মী বা আধিকারিকের বিরুদ্ধে তদন্ত, অনুসন্ধান এবং জিজ্ঞাসাবাদ করা যায় না৷ তাই এই মামলায় তদন্ত করতে গেলে কেন্দ্রের অনুমতি প্রয়োজন, জানিয়েছিল হাইকোর্ট। তাই সিবিআই তদন্তের দাবি তোলা হয়। কিন্তু সেই আবেদন খারিজ হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 9 =