আন্দোলনকারী কৃষকদের কারা টাকা পেয়েছেন? আদানিদের থেকে হলফনামা তলব হাইকোর্টের

আন্দোলনকারী কৃষকদের কারা টাকা পেয়েছেন? আদানিদের থেকে হলফনামা তলব হাইকোর্টের

কলকাতা: আদানিদের বিদ্যুৎ প্রকল্পে আন্দোলনকারী কৃষকদের কাদের কাদের টাকা ইতিমধ্যেই মিটিয়ে দেওয়া হয়েছে সেই ব্যাপারে বিস্তারিত রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। মুর্শিদাবাদের আন্দোলনকারী কৃষকদের ইস্যুতে এই রিপোর্ট চেয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ, আগামী ১৭ এপ্রিলের মধ্যে রিপোর্ট দিয়ে জানাতে হবে এই ব্যাপারে। 

আরও পড়ুন- বিশ্বের সেরা ১০ ধনকুবেরের তালিকা থেকে ছিটকেই গেলেন আদানি! কত নম্বরে স্থান হল তাঁর?

মঙ্গলবার এই মামলার শুনানিতে মামলাকারীদের আইনজীবী ঝুমা সেন বলেন, প্রত্যেক বছর যে ফল হয় তার ওপর জীবন-জীবিকা নির্বাহ করতে হয় ঐ এলাকাবাসীকে। সেখানে গাছ কেটে, কোথাও গাছের ওপর দিয়ে হাইটেনশন তার নিয়ে যাওয়া হচ্ছে। তাঁর অভিযোগ, ক্ষতিপূরণও দেওয়া হচ্ছে না পর্যাপ্ত পরিমাণে। এই ক্ষেত্রে প্রধান বিচারপতি জানতে চান, কত গাছ কাটা হয়েছে তার হিসাব সম্পর্কে। মামলাকারীদের আইনজীবী জানান,  বাংলাদেশ সরকার এই প্রকল্পের সুবিধা পাবে, ভারতের নাগরিকরা নয়। আর এই জায়গা বন দফতরের নয় যে বন সংরক্ষণ আইনের আওতায় পড়বে।