পুলিশের গাফিলতি থাকতে পারে! যুবকের মৃত্যুতে সিবিআইকে তদন্তভার হাইকোর্টের

পুলিশের গাফিলতি থাকতে পারে! যুবকের মৃত্যুতে সিবিআইকে তদন্তভার হাইকোর্টের

কলকাতা: রাজারহাটে এক যুবকের মৃত্যুর ঘটনায় রহস্য ক্রমাগত বেড়েছে। পুলিশ দুর্ঘটনার কথা বললেও তা আপাতত মানতে রাজি নয় আদালত। তাই এই ঘটনায় সিবিআইকে তদন্তভার দিল কলকাতা হাইকোর্ট। শুধু তদন্ত নয়, প্রাথমিকভাবে এই ঘটনার তদন্তে পুলিশের গাফিলতি ছিল কিনা সেটাও খতিয়ে দেখতে হবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে। এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। পাশাপাশি এও জানান হয়েছে, আগামী আগামী ৪ এপ্রিলের মধ্যেই সিবিআইকে এই বিষয়ে রিপোর্ট দিতে হবে।    

আরও পড়ুন- নির্মলার বাজেটে দাম বাড়ল কোন কোন পণ্যের, সস্তাই বা হল কী কী?

ঠিক কী ঘটনা ঘটেছিল? আসলে রাজারহাটে মাটি কাটার কাজ করত এই যুবক। ২০২১ সালের এপ্রিলের মাসের একদিন আচমকাই তার মৃতদেহ উদ্ধার হয় রাস্তার পাশ থেকে। যুবকের পরিবারের অভিযোগ, মৃত্যুর কয়েকদিন আগে স্থানীয় কয়েক জন নেতা কাটমানি চেয়ে হুমকি দিয়েছিল তাকে। পুলিশ প্রাথমিকভাবে একে দুর্ঘটনা বলেই চিহ্নিত করেছে এবং ময়নাতদন্তের রিপোর্টেও দুর্ঘটনা বলেই উল্লেখ আছে। কিন্তু আদালত এই ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে মানতে রাজি নয়। হাইকোর্টের পর্যবেক্ষণ, এই মৃত্যুর পিছনে ‘অন্য কিছু’ আছে। তাই সিবিআইকে এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে।