কৌস্তভ বাগচীর গ্রেফতারির ঘটনার রিপোর্টে খুশি নয় কোর্ট, পুলিশের আচরণে প্রশ্ন

কৌস্তভ বাগচীর গ্রেফতারির ঘটনার রিপোর্টে খুশি নয় কোর্ট, পুলিশের আচরণে প্রশ্ন

কলকাতা: কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীর গ্রেফতারির ঘটনায় পুলিশের কাছে রিপোর্ট তলব করেছিল কলকাতা হাইকোর্ট। সেই রিপোর্ট সোমবার জমা দেওয়া হয়েছে আদালতে। কিন্তু কলকাতার পুলিশ কমিশনারের সেই রিপোর্টে অসন্তুষ্ট হয়েছে বিচারপতি। তিনি এদিন স্পষ্ট জানিয়েছেন, এই রিপোর্ট গ্রহণযোগ্য নয়। পাশাপাশি এই ইস্যুতে ফের পুলিশকেও ভর্ৎসনা করা হয়েছে।

আরও পড়ুন- ‘চাকরি খাবেন না’, মমতার মন্তব্যে আপত্তি তুলে হাই কোর্টে বিকাশ! আদালত অবমাননার মামলার আর্জি

কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ ছিল, পুলিশ কমিশনারকে খতিয়ে দেখতে হবে কীসের ভিত্তিতে বারাকপুর থানা এই ঘটনা ঘটালো। আর কেস ডাইরিও খতিয়ে দেখতে হবে। তবে এদিন এই সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা পড়ার পর রাজ্যের আইনজীবীর উদ্দেশে বিচারপতির মন্তব্য, কমিশনারের রিপোর্ট গ্রহণযোগ্য নয়। কার্যত অবাক হয়েই বিচারপতি বলেছেন, সিপি গোটা পুলিশ অভিযানকে যুক্তিগ্রাহ্য বলছেন। গোটা ঘটনা যে গ্রহণযোগ্য নয়, সবাই সেটা জানে। তাহলে সিপি কি তার পুলিশকে বেআইনি কাজে উৎসাহ দিচ্ছেন? প্রশ্ন করে বিচারপতি বলেন, এই ধরনের আচরণ মানতে পারছেন না তিনি। অবশ্য বিপক্ষের আইনজীবীকেও তিনি প্রশ্ন করেন, এটাও কি খুব গ্রহণযোগ্য যে পাবলিক ফিগার একজন আরেক জনের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করবে?