উঠল প্রচুর পরিমাণ ‘রূপোলি শস্য’, ভোজনরসিক বাঙালি পেল সুখবর

উঠল প্রচুর পরিমাণ ‘রূপোলি শস্য’, ভোজনরসিক বাঙালি পেল সুখবর

দিঘা: বর্ষা নিয়ে ধোঁয়াশা চলছে এখনও। বর্ষাকাল শুরু হয়ে গেলেও সেইভাবে বৃষ্টির দেখা পাচ্ছে না বঙ্গবাসী। এদিকে এই সময়ে আরও যে একটি জিনিসের খবর জানতে উৎসুক থাকে বাঙালি, তার খবরও মিলছিল না। তবে দেরী হলেও ভালো খবর এল। মরশুমের প্রথম ইলিশ উঠল দিঘায়। ভোজনরসিক বাঙালির জন্য এটি যে একটি বিরাট খবর তা বলাই বাহুল্য। 

স্থানীয় এলাকা থেকে জানা গিয়েছে, দিঘার মোহনার বাজারে প্রায় ৪০ থেকে ৫০ টন ইলিশ এসেছে এবং তার ওজন বেশ ভালো। মাঝ সমুদ্রে ইলশেগুড়ি বৃষ্টি ও ইলিশের অনুকূল আবহাওয়া তৈরি হওয়ার কারণেই এই সংখ্যক ইলিশ মাছ ধরা গিয়েছে বলে জানা গিয়েছে। গত ৭ থেকে ১০ দিন আগে ট্রলারগুলি মাছ ধরতে বেরিয়েছিল সমুদ্রে। তারাই ফিরে এসেছে এই সুখবর নিয়ে। বাজার সূত্রে জানা গিয়েছে, আপাতত ইলিশের দাম ৫০০ থেকে ৭০০ টাকার মধ্যে আছে। তবে যে মাছগুলির ওজন ১ কেজির কাছাকাছি তার দাম ৯০০ থেকে হাজার টাকা। 

আরও একটি খুশির খবর হল এই যে, আরও ট্রলার সমুদ্রে আছে, সেগুলো ফিরছে। সুতরাং বাজারে ইলিশের পরিমাণ যে বাড়বে তা আন্দাজ করাই যায়। তবে স্বাভাবিকভাবেই সেগুলি কলকাতা বা অন্যান্য বাজারে আমদানির পরে দামের তফাৎ হবে। যদিও বিগত কয়েক বছরের তুলনায় এবার ইলিশের জোগান বেশি হবে বলেই ধারনা। তাই দাম আকাশছোঁয়া হবে না বলে অনুমান করা হচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *