বৈদ্যুতিন বাইক নিয়ে আট বছর পর রাজ্যে ফিরছে হিন্দুস্তান মোটরস

বৈদ্যুতিন বাইক নিয়ে আট বছর পর রাজ্যে ফিরছে হিন্দুস্তান মোটরস

কলকাতা: বাংলার শিল্প মহলে ফিরছে সুদিন৷ আট বছর পর ফের গাড়ি উৎপাদন শুরু হচ্ছে হুগলির উত্তরপাড়ার হিন্দ মোটরে। ইউরোপের একটি বিখ্যাত গাড়ি প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে নতুন করে গাড়ি উৎপাদন শুরু করা হবে। হিন্দুস্থান মোটরস সূত্রে খবর, ওই বিদেশি সংস্থার সঙ্গে ইতিমধ্যেই ‘মউ’ স্বাক্ষর হয়ে গিয়েছে৷ সবকিছু ঠিক  থাকলে চলতি অর্থ বর্ষেই হিন্দ মোটরে শুরু হবে উৎপাদন৷ 

আরও পড়ুন- জমা পড়ল ব্যক্তিগত সম্পত্তির নথি, শুক্রেই ফের অনুব্রতকে তলব সিবিআইয়ের

১৯৪৮ সালে প্রথম এ রাজ্যে উত্তরপাড়ায় ভারতীয় মোটরগাড়ি দুনিয়ার ‘আইকনিক ব্র‌্যান্ড’ অ্যাম্বাসাডর গাড়ির উৎপাদন শুরু করে বিড়লা গোষ্ঠীর মালিকানাধীন হিন্দুস্থান মোটরস। টানা ৬৬ বছর বাংলার বুকে রাজত্ব করে তারা৷ কিন্তু অর্থাভাব ও বিভিন্ন মোটরগাড়ির সঙ্গে প্রতিযোগিতার চাপে  ২০১৪ সালের মে মাসে বন্ধ হয় কারখানার ঝাঁপ৷ ওই বছরই ডিসেম্বর মাসে মধ্যপ্রদেশের পিথমপুর কারখানাও বন্ধ হয়ে যায়। কাজ হারান ২,৩০০ জন কর্মী। আট বছরের বন্ধ থাকার পর নতুন করে  প্রতিযোগিতার বাজারে আসতে চলেছে প্রাচীনতম এই গাড়ি প্রস্তুতকারী সংস্থা।

তবে এবার আর অ্যাম্বাসাডর বা অন্য কোনও মোটর গাড়ি নয়, হিন্দুস্থান মোটরস নিয়ে আসছে দু’চাকার বৈদ্যুতিন গাড়ি৷ সংস্থার ডিরেক্টর উত্তম বোসের কথায়, আপাতত দু’চাকার গাড়ি দিয়েই দেশের অটোমোবাইল বাজারে আসতে চলেছে তারা। জানা গিয়েছে, তাদের ‘এইচএম’ ব্র‌্যান্ডে বিদ্যুৎচালিত স্কুটার নিয়ে আসচে চলেছে হিন্দুস্থান মোটরস। এর জন্য প্রাথমিকভাবে ৩০০ থেকে ৪০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। সেই সঙ্গে হিন্দ মোটরস কর্তৃপক্ষের হাতে থাকা জমি ও পরিকাঠামো ধরা হলে মোট লগ্নির পরিমাণ প্রায় ১২০০ কোটি টাকা।