দিলীপ ঘোষের সঙ্গে দ্বৈরথের মাঝেই দল বদল নিয়ে মুখ খুললেন হিরণ

দিলীপ ঘোষের সঙ্গে দ্বৈরথের মাঝেই দল বদল নিয়ে মুখ খুললেন হিরণ

কলকাতা: বেশ কিছু দিন ধরেই বিজেপি’র সর্ব ভারতীয় সহ সভাপতির সঙ্গে তাঁর বিবাদের খবর শিরোনামে৷ দিলীপ ঘোষের সঙ্গে তাঁর মুখ দেখাদেখিও নাকি বন্ধ হয়েছে৷ এমতাবস্থায় জোড় গুঞ্জন, বিজেপি ছাড়ছেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ৷ কিন্ত দল বদলের জল্পনায় জল ঢেলে হিরণ বললেন, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁর বিজেপি ছাড়ার গুঞ্জন ছড়ানো হয়েছে৷ বিধায়ক হিসাবে তিনি আরও বেশি করে মানুষের কাজ করছেন৷ 

আরও পড়ুন- ‘কলকাতা টিভি কেন্দ্রের আক্রোশের শিকার’, প্রতিবাদের ডাক মমতার

হিরণ মুখে যাই বলুন, বেশ কিছুদিন ধরেই দলীয় অনুষ্ঠানে গড়হাজির হিরণ৷ এমনকী শুক্রবার বিধাননগরের EZCC-তে ছিল বিজেপি’র নব নিযুক্ত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সংবর্ধনা সভা৷ সেখানেও কিন্তু হিরণের দেখা মেলেনি৷ এমনিতেই দিলীপ ঘোষের সঙ্গে তাঁর সম্পর্ক তলানিতে ঠেকেছে। এরই মধ্যে দলের গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তাঁর অনুপস্থিতি নিয়ে দল বদলের জল্পনা আরও বেড়ে গিয়েছে। যদিও সেই জল্পনা  উড়িয়ে দিয়েছেন হিরণ।

এদিন খড়গপুরের বিধায়ক সংবাদমাধ্যমকে বলেন, ‘গত রবিবার দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার বাসভবনে গিয়েছিলাম। সেখানে প্রায় ২ ঘণ্টা তাঁর সঙ্গে কথা হয়৷ আমার কেন্দ্রের উন্নয়ন নিয়ে তাঁর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। বেশ কয়েকটা প্রকল্পের কথা তাঁকে জানিয়েছি। এই সূচি ছিল পূর্বনির্ধারিত৷ সে কারণেই শুক্রবার দলের কর্মসূচিতে যোগদান করতে পারিনি। এমনকী বিধায়কদের বৈঠকেও যোগ দিতে পারব না বলে  আগেই দলকে জানিয়ে দিয়েছিলাম৷’

হিরণের কথায়, ‘খড়গপুরের দীর্ঘদিন ধরে কোনও উন্নয়ন হয়নি। কেন্দ্রের সহযোগিতায় খড়গপুরের জন্য কাজ করার চেষ্টা করছি। কিন্তু রেল ও খড়গপুর IIT-র ২টি প্রকল্পের বিরোধিতা করার পরেই অনেকে বলতে শুরু করেন আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যাব। তা নয়৷ দুর্নীতির বিরুদ্ধে সরব হতেই ওই প্রকল্পের বিরোধিতা করেছি।’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =