কলকাতা: আরজি কর কাণ্ডে উত্তাল দেশ। বাংলা জুড়ে তোলপাড়। বারবার উঠে আসছে একটাই নাম, সন্দীপ ঘোষ। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। সিবিআই জেরার মুখে পড়ছেন বারবার। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে ট্রোলের বন্যা। তথ্য বলছে, এই সন্দীপের বেড়ে ওঠা বনগাঁতে। পশ্চিমপাড়ার বাসিন্দা সন্দীপ ঘোষ ক্লাস এইট পর্যন্ত বনগাঁ স্কুলে পড়ে রামকৃষ্ণ মিশনে চলে যান। সেখান থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে আবার ফের বনগাঁ হাইস্কুলে এসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন। ১৯৮৯ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় তোলেন ৭৯.৭ শতাংশ নম্বর। যে সময়ের কথা হচ্ছে সেই সময় প্রায় ৮০ শতাংশ নম্বর যে অনেকটাই বড় ব্যাপার তা এখনও এক বাক্যে মানেন সকলেই। সোজা কথায়, ছোট থেকেই এলাকায় মেধাবী ছাত্র বলেই পরিচিতি ছিল তাঁর। উচ্চমাধ্যমিকে অভাবনীয় ফলের পর সেই সময় স্কুলের শিক্ষক থেকে সহপাঠী প্রত্যেকেরই তাঁকে নিয়ে গর্বের অন্ত ছিল না। অথচ, এখন আরজি কর কাণ্ডের পর তাঁরাই সবচেয়ে বেশি অস্বস্তিতে। বনগাঁ স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশের পর ডাক্তারিতে ভর্তি। ভর্তি হন এই আরজি করেই। পাশ করেন ১৯৯৪ সালে। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ধীরে ধীরে একেবারে উন্নতির শিখড়ে পৌঁছাতে থাকেন তিনি। স্বাস্থ্য ক্ষেত্রে নানা মহিমায়, নানা ভূমিকায় দেখা যায় তাঁকে। ২০২১ সালে আরজি করের অধ্যক্ষ হিসাবে কাজ শুরু। আরজি করের দায়িত্ব কাঁধে নেওয়ার আগে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে ভাইস-প্রিন্সিপালেরও দায়িত্বে ছিলেন তিনি।
কিন্তু, এতো মেধাবী সন্দীপকে নিয়ে এখন যা যা সামনে উঠে আসছে তাতেই হতবাক শিক্ষক থেকে সহপাঠী প্রত্যেকেই।