ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা বাংলায়, অল্পের জন্য রক্ষা লোকালের যাত্রীদের

ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা বাংলায়, অল্পের জন্য রক্ষা লোকালের যাত্রীদের

কলকাতা: বৃহস্পতিবার দুপুরে বড়সড় ঘটনা ঘটেছে জগৎবল্লভপুরে যাদববাটি এলাকায়। মাজু স্টেশন ঢোকার আগে লাইনচ্যুত হয়েছিল হাওড়া- আমতা লোকাল ট্রেন। তিনটি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে। একাধিক আহত হওয়ার খবর এলেও কোনও মৃত্যুর খবর নেই এই ঘটনায়। রেল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময়ে ট্রেনের গতি কম থাকায় বড় বিপদ ঘটেনি। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ট্রেনের যাত্রীরা। তবে যারা আহত হয়েছেন তাদের মধ্যে কয়েকজন যাত্রী গুরতর আহত বলে খবর। স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। 

আরও পড়ুন- ‘মোটাদা টুকি’, জেলের ভিতরে টিপ্পনিতে জেরবার, রেগে কাঁই পার্থ চট্টোপাধ্যায়

দক্ষিণ পূর্ব রেলের তরফে জানান হয়েছে, যেখানে ট্রেন লাইনচ্যুত হয়েছে, সেখান দিয়ে ট্রেন চলাচল আপাতত বন্ধ আছে। কী ভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে বিস্তারিত তদন্ত হবে বলেও জানা গিয়েছে। তবে রেল এটা নিশ্চিত করেছে যে এই ঘটনায় বড়সড় ক্ষয়ক্ষতি হয়নি। আর তাদের আধিকারিকরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন দুর্ঘটনাস্থলে। ট্রেন লাইন থেকে সরিয়ে নেওয়ার কাজও চলছে পুরোদমে। অনুমান করা হচ্ছে, যান্ত্রিক কোনও গোলযোগের কারণেই এই ঘটনা। কারণ ট্রেনের যা গতি ছিল দুর্ঘটনার সময়ে তাতে এইভাবে লাইনচ্যুত হওয়া সম্ভব নয়।