চলতি বছরেই কি গঙ্গার তলা দিয়ে মেট্রো ছুটবে? মিলল বড় ইঙ্গিত

চলতি বছরেই কি গঙ্গার তলা দিয়ে মেট্রো ছুটবে? মিলল বড় ইঙ্গিত

কলকাতা: এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্রস্তাবিত মেট্রো পরিষেবাটি কবে শুরু হবে তা নিয়ে কৌতূহল মারাত্মক। কারণ এটি হতে চলেছে জলের তলা দিয়ে প্রথম মেট্রো। ইতিমধ্যে গঙ্গার নীচে প্রায় ৫৫০ মিটার টানেলের কাজ শেষ হয়েছে বলেই জানা গিয়েছে। যদিও সঠিকভাবে এখনও বলা যাচ্ছে না যে এই মেট্রো কবে চালু হবে। যদিও ইঙ্গিত মিলছে যে এই বছরেই চালু হতে পারে! 

আরও পড়ুন- এখনই সঠিক বিচার হবে না, বিজেপি নেতার করা মামলার প্রেক্ষিতে দাবি এজি’র

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই বছরের শেষে অথবা সামনের বছরের শুরুর দিকে এই মেট্রো চালু হয়ে যেতে পারে। মাটির তলায় যে স্টেশনগুলি হবে তা করা হয়ে গিয়েছে বলেই আপাতত জানা গিয়েছে। তবে সূত্রের খবর, বউবাজার সেকশনে কিছু সমস্যা দেখা দিয়েছে এবং তা নিয়ে কাজ চলছে। সব যদি ঠিক থাকে তাহলে বাংলার মানুষ আশা করতে পারে যে চলতি বছরের শেষের দিক এই রুটে আর কিছু না হোক ট্রায়াল রান হতে পারে মেট্রোর। তবে তার আগে একাধিক জায়গার টানেলের পরীক্ষা হওয়া দরকার বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এই মেট্রো চালু হলে ভারতে প্রথমবার কোনও মেট্রো নদীর তলা দিয়ে ছুটবে। 

এদিকে আবার মেট্রো সূত্রে খবর, কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র পেয়েছে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো। অনুমান ফেব্রুয়ারিতেই শুরু হবে পরিষেবা তবে আপাতত জোকা-তারাতলা মেট্রোর মতো এই মেট্রোতেও চলবে একটি মাত্র রেক। যদিও আপাতত নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত চলবে মেট্রো রেল। মাঝখানে থাকবে ৩টি স্টেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − three =