দুয়ারে সরকারের স্টাইলে এবার দুয়ারে পুরসভা চালু হচ্ছে হাওড়ায়

দুয়ারে সরকারের স্টাইলে এবার দুয়ারে পুরসভা চালু হচ্ছে হাওড়ায়

 

হাওড়া: দুয়ারে সরকারের মতোই হাওড়ায় এবার যেন ঠিক দুয়ারে পুরসভা। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে সদ্য গঠিত হাওড়া পুর প্রশাসকমন্ডলীর প্রথম বৈঠকের পর এমনই ইঙ্গিত মিলেছে।

বুধবার দুপুরে ওই বৈঠকের পর হাওড়ার পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী জানান, আগামী পাঁচদিন হাওড়া পুরনিগম এলাকাধীন প্রতিটি বিধানসভা ঘুরে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সমস্যা খতিয়ে দেখে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় রাস্তা,  নিকাশি ও কোভিড টিকাকরণে জোর দেওয়া হয়েছে।

এদিন বৈঠকের পরেই উত্তর হাওড়ার বিভিন্ন এলাকা পরিদর্শনে যান চেয়ারপার্সন সহ প্রশাসকমন্ডলীর সদস্যরা। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী জানান, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের আজই ছিল প্রথম বৈঠক। বৈঠকেই সকল সদস্যরাই উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, হাওড়া পুরনিগম এলাকার  বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলি ৫ দিনের মধ্যে ভিজিট করা হবে। সেখানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের সদস্য এবং স্থানীয় কাউন্সিলররা উপস্থিত থাকবেন।

বুধবার প্রথম দিনে উত্তর হাওড়া বিধানসভা এলাকাকে বেছে নেওয়া হয়েছে। এখানে যে সমস্যাগুলো আছে সেগুলির গুরুত্ব অনুসারে কোন কাজে আগে প্রাধান্য দেওয়া হবে তা দেখা হবে। এদিনের বৈঠকে সকলেই ঐক্যমত হয়েছেন রাস্তার সংস্কার এবং জল জমার বিষয় গুরুত্ব দেওয়া হবে। এরসঙ্গে কোভিড ভ্যাকসিন যাতে দ্রুত হতে পারে সেই বিষয়ও গুরুত্ব দেওয়া হবে। এর পাশাপাশি কাউন্সিলরদের সঙ্গে কথা বলে তাঁদের থেকে হাওড়া পুরনিগমের চিত্র পাওয়া যাবে। আমরা আশাবাদী পুজোর আগেই বেশিরভাগ ভাঙা রাস্তা সংস্কার করা হবে। এদিন ২ নং বরোতে এলাকার প্রাক্তন কাউন্সিলরদের ডাকা হয়েছে এলাকার সমস্যার কথা জানতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − fourteen =