হাওড়ায় জলমগ্ন ৪০টি গ্রাম, ডিভিসির জলে নতুন করে প্লাবিত হতে পারে শতাধিক গ্রাম

হাওড়ায় জলমগ্ন ৪০টি গ্রাম, ডিভিসির জলে নতুন করে প্লাবিত হতে পারে শতাধিক গ্রাম

হাওড়া: ডিভিসি’র ছাড়া জলে জলমগ্ন হয়ে পড়েছে হাওড়ার উদয়নারায়ণপুরের বিস্তৃর্ণ এলাকা। শনিবার সন্ধ্যে থেকেই দামোদরের পশ্চিম পাড়ের বাঁধ উপছে জল ঢুকতে শুরু করেছিল উদয়নারায়ণপুরে। যার জেরে রবিবার সকাল থেকে জলমগ্ন রামপুর-ডিহিভূরসুট-আসন্ডা, হরালি, কুরচি শিবপুর, সিংটি সহ বিস্তৃর্ণ এলাকা। মাস দু’য়েক আগেই হানা দিয়েছিল ইয়াস৷ সেই ক্ষয়ক্ষতি সেরে ওঠার আগেই ফের বন্যা৷ ফলে দুর্গত এলাকার বাতাসে ভাসছে রীতিমতো কান্নার রোল৷

আরও পড়ুন- যাত্রীদের পাশেই দাঁড়াল সরকার, বেশি ভাড়া নিলে বাতিল হবে বাসের পারমিট

সিংটি এলাকায় আমতা উদয়নারায়ণপুর রাস্তার দিয়ে তীব্র বেগে ব‌ইছে জল। উদয়নারায়নপুর বাসস্ট্যান্ড থেকে ডিহিভুরসুট যাওয়ার রাস্তায় প্রায় কোমড় সমান জল। উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা বলেন, প্রশাসন যথেষ্ট তৎপর রয়েছে। তিনি জানান, এখনও পর্যন্ত প্রায় ৪০টি গ্রাম পুরোপুরি জলের তলায় রয়েছে। আজ সকালে প্রায় ১লক্ষ ৪৬ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি। রাতে সেই জল এসে পৌঁছলে শতাধিক গ্রাম নতুন করে জলমগ্ন হ‌ওয়ার সম্ভবনা রয়েছে। 

ইতিমধ্যে এলাকায় খোলা হয়েছে প্রায় ২৬টি ত্রাণ শিবির৷ সেখানে প্রায় ৭ হাজার মানুষকে সরিয়ে নিয়ে আসা হয়েছে। প্রতিটি অঞ্চলে মনিটরিং সেল তৈরি করা হয়েছে। পাশাপাশি NDRF ও SDRF এর দলকেও নামানো হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে মানুষকে উদ্ধারের কাজ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =