‘আমি লিডার নই, ক্যাডার’, সোনিয়ার সঙ্গে বৈঠকের পর বললেন মমতা

‘আমি লিডার নই, ক্যাডার’, সোনিয়ার সঙ্গে বৈঠকের পর বললেন মমতা

নয়াদিল্লি: ২০২৪-এর লক্ষ্যে বিরোধী জোট গড়ার ডাক দিয়ে আজ সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপি’কে হারানোর জন্য সকলকে যে একজোট হয়ে লড়তে হবে, এদিন আরও একবার সেই বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো৷ তাঁর কথায়, আমি একা কিছুই নয়৷ সকলকে এক হতে হবে৷ তিনি বলেন, ‘আমি লিডার নই, আমি ক্যাডার৷’’

১০ জনপথে এদিন সোনিয়া গান্ধীর সঙ্গে চা-চক্রে যোগ দিয়েছিলেন মমতা৷ সেখানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধীও। প্রায় ৪০ মিনিট বৈঠক করেন তাঁরা৷ বৈঠকের পর মমতা বলেন, ‘‘চায়ের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন সোনিয়াজি৷ রাহুলজিও ছিলেন৷ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে৷ আলোচনা হয়েছে পেগাসাস ও করোনা পরিস্থিতি নিয়েও৷ বিরোধী ঐক্য নিয়েও আলোচনা হয়েছে৷’’ এদিনের বৈঠক ইতিবাচক হয়েছে বলেও জানান তিনি৷

তবে বিরোধী জোটের নেতৃত্ব দেবেন কে? কে হবে মোদী বিরোধী মুখ? জবাবে মমতা বলেন, আমি একা কিছুই নই৷ বিজেপি’কে হারাতে জোটবদ্ধ হওয়াটা খুবই জরুরি৷ তাঁর কথায়, ‘‘আমি থোড়াই লিডার, আমি তো ক্যাডার। আমি স্ট্রিট ফাইটার।’’ সোনিয়ার সঙ্গে বৈঠকের আগেও মমতা বলেছিলেন, দেশে গণতান্ত্রিক কাঠামো বিপন্ন, মূল্য বৃদ্ধির যন্ত্রণায় ভুগছে মানুষ৷ সর্বত্র ভয়ভীতি ছড়িয়ে পড়ছে৷ এই অবস্থায় জোট বেঁধে লড়াই করতে হবে৷ মুখ কে হবে সেটা পড়ে ঠিক হবে৷ যেই আসুক তাকে সমর্থন করব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =