‘ফল প্রকাশ হলেই পালিশ করে দেব’, কাদের উদ্দেশে বললেন মদন?

‘ফল প্রকাশ হলেই পালিশ করে দেব’, কাদের উদ্দেশে বললেন মদন?

কলকাতা: তিনি মদন মিত্র৷ তৃণমূলের কালারফুল বয়৷ ভোটের দিনেও থাকলেন খোশ মেজাজে৷ কোনও রকম রাখ ঢাক না রেখেই জানিয়ে দিলেন, ‘‘নির্বাচনের রেজাল্ট বেরালেই পালিশ করে দেব৷’’

লক্ষ্মীবারে দিনভর ছিলেন ভবানীপুরেই৷ নিজের অশীতিপর দিদিকে ভোট কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন মিত্র সাহেব৷ সেখানে দাঁড়িয়েই তিনি একথা বলেন৷ মদনবাবুর এহেন প্রতিক্রিয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই হুমকির অভিযোগ তুলেছে গেরুয়া শিবির৷ তবে সেসবকে গুরুত্ব দিতে নারাজ মদন৷ বরং রসিকতার সুরে তিনি বললেন, ‘‘নালিশ হলে কি হবে? ফাঁসি হবে? আমি হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী৷ কিন্তু মমতাকে জেতাতে হবে৷’’

ছাপ্পা ভোট থেকে বুথ জ্যাম, হাজারো অভিযোগ সামনে এসেছে ভবানীপুরের উপ নির্বাচনকে কেন্দ্র করে৷ সেখানেই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় মদনবাবু নিজস্ব ঢঙে বলেন, ‘‘নালিশ করলে বালিশ পাবে৷ আর বালিশ যদি না পায়, তাহলে আমারা পালিশ করে দেব৷ নির্বাচনের রেজাল্ট বেরালেই পালিশ করে দেব৷’’

এরপরই জানিয়েছেন, ‘‘ভবানীপুরের শুধু মানুষ নয়, এখানকার কাঠ, বাড়ি, বাঁশ তৃণমূল ছাড়া কিছু নেই৷ আসলে ওরা হেরে যাবে বুঝতে পেরেই আমাদের নামে কুৎসা করছে৷ এলাকার মানুষ কুৎসার জবাব দেবেন৷’’ বিরোধীরা অবশ্য কটাক্ষের সুরে বলছেন, ‘‘মানুষে আস্থা নেই৷ তাই দিনভর অশান্তি করেও শান্তি হয়নি৷ এখন আভার হুমকি দিচ্ছেন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =