বাঁকুড়া: নিয়োগ দুর্নীতি থেকে রেশন দুর্নীতি, একাধিক মামলার তদন্তে রাজ্যজুড়ে তৎপর ইডি-সিবিআই। এরই মধ্যে সক্রিয় আয়কর দফতর৷ বুধবার দুপুরে বিজেপি থেকে তৃণমূলে যাওয়া বিধায়ক তন্ময় ঘোষের বাড়ি এবং চালকলে হানা দিল আয়কর দফতরের আধিকারিকরা। বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের পরিবারের নামে থাকা চালকলে তল্লাশি চালানো হচ্ছে। আজ দুপুর ১২টা নাগাদ হঠাৎ করেই আয়কর দফতরের বেশ কয়েকটি গাড়ি তন্ময় ঘোষের কার্যালয়ের সামনে এসে থামে। গাড়ি থেকে নেমে আয়কর অফিসারদের একটি টিম সোজা ঢুকে পড়েন বিধায়কের অফিসে৷ চারিপাশ ঘিরে ধরেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
ভোটের পর গত অগাস্ট মাসে তৃণমূলে ফিরে আসেন তন্ময়৷ বিধায়কের বাড়িতেও এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর। পাশাপাশি তন্ময়ের চালকলেও হানা দিয়েছে আইটি৷ ২০২১ সালের বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তন্ময়৷ এর পর পদ্ম প্রতীকে বিষ্ণুপুর থেকে জয়লাভও করেন তিনি। গত ৩০ অগাস্ট ফের ‘ঘর ওয়াপসি’ করেন বিধায়ক। এদিন সকালে তন্ময়ের বিষ্ণুপুরের বাড়ি, অফিস এবং রাইস মিলে হানা দেয় আয়কর বিভাগ৷