মনোনয়ন প্রত্যাহারে রাজি নন নির্দলরা! বেজায় চাপে তৃণমূল

মনোনয়ন প্রত্যাহারে রাজি নন নির্দলরা! বেজায় চাপে তৃণমূল

কলকাতা: কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়ে রেখেছে শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু তাতেও বরফ গলছে না। মনোনয়ন প্রত্যাহারে রাজি নন তৃণমূলের তিন নির্দল প্রার্থী। এদিকে দলের কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত থাকলেও তারা জানাচ্ছেন যে তাদের কিছু করার নেই। সব মিলিয়ে এখন এই তিনজন নির্দল প্রার্থীকে নিয়ে বেজায় অস্বস্তিতে পড়েছে ঘাসফুল শিবির।

ইতিমধ্যেই কলকাতা পুরসভা নির্বাচনের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়, রতন মালাকার এবং প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই এই ইস্যুতে করা অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়ে দিয়েছে ঘাসফুল শিবির এবং স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেও যদি তারা নিজেদের মনোনয়ন প্রত্যাহার না করেন তাহলে দলকে অন্য ব্যবস্থা নিতে হবে। কিন্তু এই ইঙ্গিত মেলার পরেও মনোনয়ন প্রত্যাহারে রাজি নন কেউই। তাঁদের স্পষ্ট বক্তব্য, এই মুহূর্তে তাদের আর কিছুই করার নেই কারণ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া মানে কর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। তারা মূলত একই সুরে জানিয়েছেন, তারা কেউই দলের বিরুদ্ধে নয় শুধুমাত্র কর্মীদের কথা মাথায় রেখেই নির্দল প্রার্থী হয়েছেন তারা। এরপরেও যদি দল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তাহলেও তাদের আলাদা করে কিছু করার নেই।

তবে আপাতত চলতি মাসে পুরসভা ভোট হবে কিনা তা নিয়ে এখনও জটিলতা রয়েছে কারণ ইতিমধ্যেই নির্বাচন স্থগিত করার আবেদন জানানো হয়েছে কলকাতা হাইকোর্টে। মূলত বিজেপির বিরোধিতা এই ভোট নিয়ে। তাদের বক্তব্য নির্বাচন কমিশন রাজ্যের চাপে পড়ে আদালত অবমাননা করেছে। এই নিয়ে এখনও মামলার শুনানি হওয়া বাকি রয়েছে তাই আগামী ১৯ ডিসেম্বর কলকাতা নির্বাচন হবে কিনা সেটা স্পষ্ট হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + one =