নয়াদিল্লি: স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে গোটা বছর ধরে আজাদি কা অমৃত মহোৎসব পালন করেছে দেশ৷ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, প্রত্যেক নাগরিক যেন তাঁর প্রফোইল ফটো বদলে তেরঙ্গা করে৷ সেই সঙ্গে ডাক দিয়েছিলেন ‘হর ঘর তেরঙ্গা’র৷ আজ সকালে ঘরে ঘরেই পতাকা উত্তোলিত হল না৷ তেরঙ্গা উড়ল নীল গ্রহের বাইরেও৷
আরও পড়ুন- স্বাধীনতা দিবসে প্যাংগং লেকে উড়ল তেরঙ্গা, ভাইরাল ভিডিও
আকাশে তখন ঝকঝকে সূর্য৷ উপড়ে নীল দিগন্ত৷ নীচে নীল গ্রহ৷ আর তার মাঝখানেই উড়ল ভারতের জাতীয় পতাকা। গেরুয়া, সাদা, সবুজ তেরঙ্গাকে মেলে ধরল সাদা রঙের একটি বেলুন। স্বাধীনতা দিবসের সকালে ভারতের পতাকা উড়ল গ্রহের বাইরে। ভূপৃষ্ঠ থেকে এক লক্ষ ছ’হাজার ফুট উপরে মেলে ধরা হল দেশের জাতীয় পতাকা।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
পৃথিবীর মাটি থেকে ৩০ কিলোমিটার উচ্চতায় জাতীয় পতাকা ওড়ানোর পরিকল্পনা ছিল ‘আজাদি কা মহোৎসব’-এরই একটি অঙ্গ। এটি মোদীর ‘হর ঘর তিরঙ্গা’ প্রচারের শেষ এবং চূড়ান্ত পর্ব। সোমবার সকালে সেই উদ্যোগ সফল করল ছোটদের বিজ্ঞান গবেষণার বেসরকারি সংস্থা স্পেস কিডজ ইন্ডিয়া।
এর আগেও ভারতের স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তির উদ্যাপনের অন্য একটি পরিকল্পনার সঙ্গেও যুক্ত হয়েছিল এই সংস্থা। ৭৫০ জন স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে তৈরি একটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছিল তারা। যদিও তা সফল হতে পারেনি৷ উপগ্রহ উৎক্ষেপণ যন্ত্রের ভুলে তা শেষ পর্যন্ত মহাকাশেই হারিয়ে যায়।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
