এবার ‘মিশন দিল্লি’, ছুটি কাটিয়ে তৃণমূলের হয়ে ফের ময়দানে নামছে পিকে’র আই-প্যাক

এবার ‘মিশন দিল্লি’, ছুটি কাটিয়ে তৃণমূলের হয়ে ফের ময়দানে নামছে পিকে’র আই-প্যাক

কলকাতা:  তৃণমূলের হ্যাট্রিকের নেপথ্যে অন্যতম কুশীলব অবশ্যই প্রশান্ত কিশোর৷ তাঁর তুখর রাজনৈতিক সমীকরণে তৃতীয়বার বিপুল ভোটে ক্ষমতায় ফিরেছে ঘাসফুল শিবির৷ ২০২১-এর লড়াই ছিল বাংলা বাঁচানোর৷ কিন্তু এবার পিকে’র সামনে ‘মিশন দিল্লি’৷  

আরও পড়ুন- কলকাতায় এসে গেল রাশিয়ার স্পুটনিক ভি, কোথায় মিলবে এই টিকা? দামই বা কত?

ছুটি কাটিয়ে ফের তৃণমূলের হয়ে ময়দানে ঝাঁপাতে চলেছে তাঁর সংস্থা  ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আই-প্যাক৷ যদিও সরাসরি তিনি আর আই-প্যাকের সঙ্গে যুক্ত নন বলেই জানিয়েছেন পিকে৷ তাঁর কথায়, ‘‘আই-প্যাকে আমি ছাড়াও অনেকে কঠোর পরিশ্রম করেন৷ আর সুনাম হয় শুধু আমার৷ তাই সময় এসেছে অন্যদের এগিয়ে দেওয়ার৷’’ তবে সম্পূর্ণভাবে আই-প্যাক ছাড়েননি পিকে৷ পিছন থেকেই কাজ করে যাচ্ছেন৷ আর একইভাবে কাজ চালিয়ে যাচ্ছে আই-প্যাক৷   

প্রসঙ্গত, ২ মে বিপুল জনাদেশ নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে ঘাসফুল শিবির৷ এই জয়ের পরেই আই-প্যাকের সকল কর্মীকে এক মাসের সবেতন ছুটি উপহার দেওয়া হয়৷ সেই ছুটি শেষে ফের মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছে আই-প্যাক৷ শনিবার তৃণমূলের সাংগঠনিক বৈঠকের পর মোটামুটি পরবর্তী লক্ষ্য ঠিক হয়ে গিয়েছে৷ আগামী দিনে তৃণমূলের রণকৌশল কী হবে তাও প্রায় স্পষ্ট৷ আর সেই লক্ষ্যেই কাজ করবে আই-প্যাক৷ বিধানসভা ভোটের আগে প্রায় ২ বছর ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করেছে আই-প্যাক এর প্রায় ৫০০ কর্মী৷ এবার তাঁদের সামলে লক্ষ্য ‘মিশন দিল্লি’৷ 

জানা গিয়েছে ২০২৪-এ দিল্লি দখলের গুরু দায়িত্ব সঁপা হবে আই-প্যাকের হাতেই৷ বিধানসভা ভোটে মূলত বাঙালি আবেগকে কাজে লাগিয়েছিলেন প্রশান্ত কিশোর৷ কিন্তু দিল্লি দখলের ক্ষেত্রে শুধু এই দাওয়াইয়ে কাজ হবে না৷ ছকতে হবে দিল্লি দখলের নয়া রূপরেখা৷ তাই দায়িত্ব পেলেই শুরু হয়ে যাবে তাঁদের কাজ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 9 =