কলকাতা: রাজ্যের একাধিক ধর্ষণ মামলার তদন্তের নেতৃত্বে ছিলেন আইপিএস অফিসার দময়ন্তী সেন। কিন্তু হঠাৎ তাঁকে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এতে বেড়েছে বিতর্ক। কালিয়াগঞ্জ নাবালিকা ধর্ষণ-খুনের মামলার তদন্তের দায়িত্বও তাঁর কাঁধে ছিল। কিন্তু এখন তাঁকে বদলির সিদ্ধান্তের পর কালিয়াগঞ্জ মামলায় স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট তলব করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা। আইপিএস দময়ন্তী সেনের পরিবর্তে কোন পুলিশ আধিকারিককে দায়িত্ব দেওয়া যায় তা রিপোর্টে উল্লেখ করতে হবে বলে নির্দেশ।
গত এপ্রিল মাসে কালিয়াগঞ্জে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ ছিল, তদন্ত করবে সিট। রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত, আইপিএস দময়ন্তী সেন ও প্রাক্তন সিবিআই কর্তা উপেন্দ্রনাথ বিশ্বাস ছিলেন এই দলে। তারা এই মামলায় প্রাথমিক রিপোর্ট জমাও দেন। অভিযোগ করা হয়, রাজ্য সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ অসহযোগিতা করা হয়েছে। এক্ষেত্রে কেন সিটকে সহযোগিতা করছে না পুলিশ, সেই প্রশ্নও তোলে আদালত। তবে এখন দময়ন্তী সেনের বদলি হয়ে যাওয়ায় সিটের টিম নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কে আসবেন এই দলে সেটাই এখন দেখার।
” style=”border: 0px; overflow: hidden”” title=”কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার পদ থেকে হঠাৎই বদলি করা হয়েছে আইপিএস অফিসার দময়ন্তী সেনকে।” width=”853″>
প্রসঙ্গত, মঙ্গলবার সরকারি নির্দেশিকা জারি করে কলকাতার পুলিশের স্পেশাল কমিশনার (২) পদ থেকে দময়ন্তী সেনকে পাঠানো হয়েছে রাজ্য পুলিশের এডিজি (প্রশিক্ষণ) পদে। কালিয়াগঞ্জ মামলায় আপাতত সিট দাবি করেছে, তদন্তটি সিবিআইয়ের কাছে হস্তান্তর উচিৎ। তবে এই মুহূর্তে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত না নিয়ে আদালত রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে রাজ্য সরকারের সম্পূর্ণ অসহযোগিতা সহ সামনে আনা বেশ কয়েকটি বিষয় নিয়ে একটি প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে।