কলকাতা: জল্পনা ছিলই৷ লোকসভা ভোটপর্ব মিটতেই রাজ্যের ডিজি পদে ফেরানো হল রাজীব কুমারকে। লোকসভা ভোট ঘোষণা হওয়ার পরেই ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। রাজীবকে পুনরায় ডিজি পদ ফিরিয়ে দেওয়ায় বর্তমান ডিজি তথা সিনিয়র আইপিএস অফিসার সঞ্জয় মুখোপাধ্যায়কে পাঠানো হল দমকলের ডিজি পদে৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন পুলিশ কর্তাদের মধ্যে অন্যতম হলেন রাজীব কুমার। লোকসভা ভোটের কয়েক মাস আগেই রাজীবকে ডিজি পদে বসিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তার আগে কলকাতা পুলিশের কমিশনার, সিআইডি-র অ্যাডিশনাল ডিজি পদে ছিলেন তিনি। উল্লেখ্য, উনিশের লোকসভা ভোটের সময়েও তাঁকে কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল৷