কলকাতা: ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত একটি মামলার শুনানিতে আবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, দুর্নীতির সমুদ্র তৈরি হয়েছে, যাতে এখন হাবুডুবু খাওয়া চলছে। সব নদী গিয়ে সমুদ্রে মিশেছে বলেও মন্তব্য করেছেন তিনি। কিন্তু আবার ঠিক কোন প্রেক্ষিতে এই কথা বলতে হল তাঁকে?
আরও পড়ুন- কোথায় কেষ্ট-কন্যা? বোলপুর ছেড়েছেন, পৌঁছলেন না দিল্লি, ইমেল পাঠিয়ে অন্তরালে সুকন্যা
বুধবার প্রাথমিকের একটি মামলার শুনানিতে দাবি করা হয়েছে, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় প্রচুর সংখ্যক বেআইনি নিয়োগ করা হয়েছে। তাই পুরো প্যানেল বাতিল না করা হলে উপায় মিলবে না। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের সেক্রেটারি হলফনামা দিয়ে জানিয়েছেন, কোনও অতিরিক্ত প্যানেল প্রকাশ করা হয়নি। আবার সিবিআইও এই নিয়ে রিপোর্ট জমা দিয়েছে এদিন। হাইকোর্টের বিচারপতির এই মামলাতেই প্রশ্ন, একটা বাইরের এজেন্সিকে ওএমআর শিটের দায়িত্ব দেওয়া হয়েছিল। আগাম পেমেন্টও দেওয়া হয়েছিল। এটা দূর্নীতি নয় তো কী? কী করে এই সরকারের শিক্ষা দফতর এই বেআইনি কাজ সহ্য করল, সেই প্রশ্নও ছিল তাঁর। আর এই প্রেক্ষিতেই তাঁর মন্তব্য, দুর্নীতির মহাসমুদ্রে আমি হাবুডুবু খাচ্ছি। এই অবস্থায় ঠগ বাঁচতে গাঁ উজাড় হয়ে যাবে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”শিক্ষকদের কাছে ক্ষমা চাইলেন অভিভাবকরা! Parents apologise to teacher in Bankura school” width=”835″>
আসলে এই মুহূর্তে ফের ৪২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি প্রশ্নের মুখে। এই নিয়োগ প্রক্রিয়া প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যর নির্দেশেই হয়েছিল কিনা সেটা দেখার বিষয় বলে আদালত ভেবেছে। এখানে ৪২ হাজার ৯৪২ হাজারের বেশি নিয়োগ হয়েছিল। তাই তা বাতিল বলে ঘোষণা করতে হবে কিনা তার জন্য খতিয়ে দেখা দরকার বলে উল্লেখ করেন বিচারপতি। তার জন্য ডিজিটাইজ ওয়ে মার্কশিটের বিষয়ে ৪ এপ্রিল মামলার শুনানি করা হবে। ৬ এপ্রিল ফের আর একটা মামলার শুনানি হবে।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর মউ স্বাক্ষর দোরগোড়ায়, শহরে শাখা প্রায় নিশ্চিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের
এদিন শুনানিতে আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, যদি দেখা যায় ব্যাপক দূর্নীতি হয়েছে তাহলে তাতে দু’চারজন সৎ থাকলেও তাদের সাফার করতে হয়। কিছু করার নেই। ৪২ হাজার নিয়োগেই যদি বেশি সংখ্যক দূর্নীতি হয় তাহলে তা বাতিল করাই উচিত। বিচারপতির মন্তব্য, তিনি চাইছেন যে বিপুল দূর্নীতি হয়েছে তাতে অন্তত ১ শতাংশ আধিকারিকদের বরখাস্ত করতে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।
ঘোষণা
এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের নিজস্ব। প্রযুক্তিগত সমস্যার কারণে এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের পাতায় নাও দেখা যেতে পারে৷ ফলে, সব খবরের জন্য অবশ্যই নজর রাখুন https://aajbikel.com/ -এই লিঙ্কে৷
আমাদের ফেসবুক পেজ – https://www.facebook.com/Aajbikal
আমাদের ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/@AajBikelNews -এ নজর রাখতে পারেন
![](https://aajbikel.com/wp-content/uploads/2024/03/ad-728x90-1.png)