কেঁচো খুড়তে কেউটে! একজন নন, যাদবপুরের অধ্যাপকের লালসার শিকার বহু ছাত্রী

কেঁচো খুড়তে কেউটে! একজন নন, যাদবপুরের অধ্যাপকের লালসার শিকার বহু ছাত্রী

কলকাতা:  বিয়ের প্রতিশ্রতি দিয়ে গবেষক ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণ করেছেন অধ্যাপক৷ এই খবর প্রকাশ্যে আসতেই উত্তাল হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়৷ কিন্তু এবার কেঁচো খুঁড়তে বেরিয়ে এল কেউটে৷ শুধু ওই গবেষক ছাত্রীই নন, জানা গিয়েছে ওই অধ্যাপকের লালসার শিকার হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আরও অনেক ছাত্রী৷  অভিযুক্ত অধ্যাপক অতনু সাহা নাকি, ছাত্রীদের রীতিমতো হুমকি দিতেন৷ ভয় দেখিয়ে তাঁদের মুখ বন্ধ রাখতেন৷ তিনি বলতেন, ছাত্রছাত্রীর মেয়াদ শিক্ষাবর্ষ পর্যন্ত৷ নির্দিষ্ট সময় পর তাঁরা চলে যাবেন৷ কিন্তু অধ্যাপক থেকে যাবেন এখানেই৷ ছাত্রীদের উপর রীতিমতো প্রভাব খাটাতেন তিনি৷ 

আরও পড়ুন- SSKM-এ ভর্তি হলেন মুকুল রায়, ছেলেকে ফোন করে খোঁজ নিলেন মমতা

এদিকে, ছাত্রীর বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আসতেই বাড়ি থেকে উধাও অধ্যাপক অতনু সাহা৷ গতকাল বিকেলের পর থেকেই তিনি বাড়ি ছাড়া বলে জানালেন তাঁর আবাসনের নিরাপত্তারক্ষী৷ আবাসনের বাসিন্দারা জানান, মাঝে মধ্যেই তাঁর ফ্ল্যাটে মহিলারা আসা যাওয়া চলত৷ অতনুর খোঁজ শুরু করেছে পুলিশ৷ কিন্তু এখনও হদিশ মেলেনি৷ ফোন বন্ধ আসছে তাঁর৷ তাই অভিযুক্ত অধ্যাপককে খুঁজতে তাঁর মালদার বাড়ি যাওয়ার কথা ভাবছে পুলিশ৷ 

আরও পড়ুন- কৃষ্ণর সঙ্গে ‘দ্বিতীয় বিয়ে’, আদালতে আত্মসমর্পন করলেন BJP বিধায়ক চন্দনা

অন্যদিকে ওই গবেষক ছাত্রীর গোপন জবানবন্দি নেওয়ার জন্য পুলিশের তরফে আবেদন জানানো হয়েছে৷ তাঁর মেডিক্যাল পরীক্ষাও করা হয়েছে৷ গবেষক ছাত্রীর  অভিযোগ, ওই অধ্যাপক প্রথমে তাঁর সঙ্গে বন্ধুত্ব করেন৷ পরে প্রেমের প্রস্তাব দেন৷ তার পরেই দু’জন ঘনিষ্ঠ হয়৷ তাঁর কথায়,  বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরেই ওই অধ্যাপকের নজরে এসেছিলেন তিনি৷ এমনকী অধ্যাপক তাঁকে বলেছিলেন, পড়াশোনা নিয়ে কোনও সমস্যা হলেই যেন তিনি ফোন করেন৷ সেই অছিলাতেই ফোনালাপ বাড়তে থাকে৷ শুরু হয় ক্লাসের বাইরে দেখা করা৷ অধ্যাপকের উপর বিশ্বাস তৈরি হয়েছিল তাঁর৷ সে কারণেই ঘনিষ্ঠ হন৷ কিন্তু উনি এ ভাবে ঠকাবেন তা কল্পনাও করতে পারেননি তিনি৷     
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + six =