‘পয়েন্ট’ চিহ্নিত হয়েছে, যাদবপুরে সিসি ক্যামেরা লাগানোর প্রক্রিয়া শুরু

‘পয়েন্ট’ চিহ্নিত হয়েছে, যাদবপুরে সিসি ক্যামেরা লাগানোর প্রক্রিয়া শুরু

7ca32ce63a8df9a5db1ef8085df4871f

কলকাতা: প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় তোলপাড়ের মধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ হয়। স্বাভাবিকভাবেই তাঁর ওপর চাপ ছিল গোটা পরিস্থিতি সামাল দেওয়ার। সর্বপ্রথম তাঁকে যা করতে হত তা হল ক্যাম্পাসে সিসি ক্যামেরা সহ নানা  দাবি অনুযায়ী কাজ করা। সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানা গিয়েছে। বিশ্ববিদ্যালয় চত্বরের কোন কোন জায়গায় সিসি ক্যামেরা বসবে তা চিহ্নিত হয়েছে বলেই খবর। 

বুধবারই যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নয়া উপাচার্য। তিনি জানিয়েছেন, প্রয়োজনীয়তা এবং গুরুত্ব বিচার করে একাধিক ‘পয়েন্ট’ চিহ্নিত হয়েছে যেখানে সিসি ক্যামেরা বসবে। এছাড়া যে জায়গাতে শুধু সিসি ক্যামেরায় কাজ হবে না বলে মনে করা হবে, সেখানে ক্যামেরার পাশাপাশি নিরাপত্তারক্ষীও মোতায়েন করা হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি নির্দেশিকা অনুযায়ী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নজরদারির ব্যবস্থা রাখতে হয়। কিন্তু ছাত্র মৃত্যুর ঘটনার আগে পর্যন্ত বহু সময় ধরেই যাদবপুরে ক্যামেরা লাগানো হয়নি। এক্ষেত্রে পড়ুয়াদের একাংশের আপত্তি ছিল বলেই জানান হয়েছে। অবশ্য এখনও কিছু পড়ুয়া ক্যামেরা লাগানোর বিরুদ্ধে। 

তবে কিন্তু গত ৯ আগস্টের ঘটনার পর এই সিসি ক্যামেরা না থাকা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। তারপরেই যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনার প্রায় ১৩ দিনের মাথায় শুরু হল ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানোর প্রক্রিয়া। মূলত মেন হস্টেল এবং অন্যান্য হস্টেলের মেন গেট ছাড়াও বিশেষ বিশেষ কিছু জায়গায় এই ক্যামেরা বসবে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *