সিবিআই তদন্ত প্রসঙ্গে ফিরহাদকে কড়া আক্রমণ শানালেন জয়প্রকাশ

সিবিআই তদন্ত প্রসঙ্গে ফিরহাদকে কড়া আক্রমণ শানালেন জয়প্রকাশ

 

নদিয়া: ‘‘ফিরহাদবাবু ভুলে গিয়েছেন সিবিআই তদন্ত মনিটরিং করছে কোর্ট স্বয়ং। মানুষকে ভুল বোঝানোর জন্য শুধু হাওয়া গরম করার কথা বলছেন তিনি।’’ শনিবার নদীয়ার কৃষ্ণনগরে বিজেপির জেলা পার্টি অফিসে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তৃণমূলের মন্ত্রী তথা হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিমকে এভাবেই কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।

ভোট পরবর্তী হিংসা মামলায় তদন্ত শুরু করেছে সিবিআই ও ইডি৷ যা নিয়ে অসন্তুষ্ট তৃণমূল৷ কারণ, কয়লা কেলেঙ্কারি থেকে শুরু করে একের পর এক দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূলের একাধিক নেতার। প্রকাশ্যে উঠে আসছে একাধিক তৃণমূল নেতাদের নাম৷ সেখানেই তৃণমূলের আপত্তি। শাসকদলের অভিযোগ, সিবিআই বিজেপির কথামতো কাজ করছে৷ এরই পাল্টা জবাব দিয়েছেন জয়প্রকাশ তিনি বলেন, ‘‘সিবিআইয়ের তদন্তকারী দলকে ঠিকমতো তদন্তের কাজ করতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে রাজ্যে পুলিসের সহযোগিতায় তৃণমূলের গুন্ডাবাহিনী বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে৷ তারপরও সিবিআই প্রশংসনীয়ভাবে ভোট-পরবর্তী হিংসার মামলায় আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য জোগাড় করছেন৷ আর এতেই তৃণমূলের গ্রাত্র্য জ্বালা৷’’

এরপরই ফিরহাদকে সরাসরি আক্রমণ করে বিজেপি নেতা জয়প্রকাশ বলেন, ‘‘যেখানে মহামান্য হাইকোর্ট পুরো বিষয়টি মনিটরিং করছে, সেখানেও নাক গলাচ্ছে তৃণমূল৷  ফিরহাদবাবুরা ভুলে গিয়েছেন, যে পুরো তদন্ত হচ্ছে আদালতের নির্দেশে৷ অবশ্য ওদের ভুলে যাওয়ারই কথা৷ কারণ ওদের মধ্যে আতঙ্কের দানা বেঁধেছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =