কুন্তল-পত্নী জয়শ্রীকে সিজিও কমপ্লেক্সে তলব, সম্পত্তি নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু ইডি-র

কুন্তল-পত্নী জয়শ্রীকে সিজিও কমপ্লেক্সে তলব, সম্পত্তি নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু ইডি-র

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন বলাগড়ের বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কুন্তলের কাছ থেকে যে সমস্ত নথি তদন্তকারী অফিসাররা পেয়েছেন, তাতে জ্বলজ্বল করছে তাঁর স্ত্রীর নাম৷  এর পরেই কুন্তল-পত্নী জয়শ্রী ঘোষকে ইডি দফতরে ডেকে পাঠানো হয়৷ সেই ডাকে সাড়া দিয়েই বুধবার হাজিরা দেন জয়শ্রী৷ ইডি সূত্রে খবর, বেশ কিছু বিষয়ে তথ্য জানতেই জয়শ্রীকে তলব করা হয়েছে। 

আরও পড়ুন- ‘চাকরি খাবেন না’, মমতার মন্তব্যে আপত্তি তুলে হাই কোর্টে বিকাশ! আদালত অবমাননার মামলার আর্জি

ইডি সূত্রে খবর, কুন্তলের বিনোদনমূলক ইউটিউব চ্যানেল নবকথা ইনিশিয়েটিভের সঙ্গে জয়শ্রীর যোগসূত্র মিলেছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য পেতে  তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা।  গত ২১ জানুয়ারি নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হুগলি জেলার তৎকালীন যুবনেতা কুন্তল ঘোষকে গ্রফতার করা হয়। নিয়োগ দুর্নীতির অপর এক অভিযুক্ত তাপস মণ্ডল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে দাবি করেন, অযোগ্য চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা তোলার পর তা তাঁর অফিসে নিয়ে আসা হত। এর পর সেই টাকা পৌঁছে যেত কুন্তলের কাছে।