জীবনকৃষ্ণের স্ত্রী জমা দিলেন মনোনয়ন! কোন দলের প্রতীকে লড়বেন, ধন্দ

জীবনকৃষ্ণের স্ত্রী জমা দিলেন মনোনয়ন! কোন দলের প্রতীকে লড়বেন, ধন্দ

কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন বড়ঞার তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন তাঁর স্ত্রী। বৃহস্পতিবারই টগরি সাহা মনোনয়ন জমা করেছেন। কিন্তু এখানে প্রশ্ন হল, তিনি কোন দলের প্রতীকে ভোটে লড়বেন? এই বিষয় নিয়ে তিনি নিজে কোনও মন্তব্য করেননি। তাই স্বাভাবিকভাবেই এই ইস্যুতে এখন আলোচনা রাজ্য রাজনীতিতে। 

এদিন বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে আলিপুরে বিশেষ সিবিআই আদালতে হাজির করানো হয়। সেখানে তাঁর স্ত্রীর এই সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, অন্য কোনও দল বা নির্দল হিসেবে যদি তাঁর স্ত্রী প্রার্থী হন তাহলে তিনি কখনই তাঁকে সমর্থন করবেন না। তবে তাঁর স্ত্রীর নিজস্ব সিদ্ধান্ত থাকতেই পারে বলে জানান জীবন। একই সঙ্গে এটাও বলেন, তিনি টগরিকে মনোনয়ন প্রত্যাহার করার জন্য অনুরোধ করবেন। কিন্তু সত্যি কি তৃণমূলের প্রতীকে লড়তে চলেছেন গ্রেফতার হওয়া বিধায়কের স্ত্রী? বিষয়টি তেমন কিছু নয়।