দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রীর পাইলট কার, গুরুতর জখম ৪

দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রীর পাইলট কার, গুরুতর জখম ৪

ধুপগুড়ি: ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ল কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার পাইলট কার। রবিবার সকালেই এই ঘটনা ঘটেছে বানারহাটে যাওয়ার পথে ধূপগুড়ি ব্লকের ঠাকুরপাঠ এলাকায় ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে। এই দুর্ঘটনার জেরে গুরুতর জখম হয়েছেন চারজন পুলিশকর্মী। আহতদের মধ্যে রয়েছেন পাইলট অফিসার এএসআই সহ চালক, কনস্টেবল, এবং হোমগার্ড। যদিও কেন্দ্রীয় মন্ত্রী তাতে ছিলেন না, পাইলট কার তাঁকেই আনতে যাচ্ছিল।

কিন্তু কী ভাবে ঘটল এই দুর্ঘটনা? জানা গিয়েছে, জলপাইগুড়ি থেকে কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বানারহাটের বাড়িতে যাচ্ছিল পাইলট কার। ঠাকুরপাঠ এলাকায় একটি গাড়িকে পাশ কাটিয়ে যাবার সময় ওপর একটি দুধ নিয়ে যাওয়া গাড়িতে সজোরে ধাক্কা মারে সেটি। দুই গাড়ির সংঘর্ষের পর উলটো দিক থেকে আসা আর একটি গাড়িও এসে ধাক্কা মারে তাদের। ওই দুধের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় কেন্দ্রীয় মন্ত্রীর পাইলট কারের। তাতেই মারাত্মক জখম হন পুলিশ কর্মীরা। দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে যায় পুলিশের গাড়িও। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন এবং তারা যৌথভাবেই আহত পুলিশ কর্মীদের উদ্ধার করেন। 

প্রথমে তাদের উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু পরে আঘাত গুরুতর হওয়ায় ধূপগুড়ি হাসপাতাল থেকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। তবে পথ দুর্ঘটনার বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। ঠিক কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে তারা।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − four =