কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চেয়েছিলেন রাজ্য নেতারা। কিন্তু আসন্ন দুর্গাপুজোয় তিনি কলকাতায় আসতে পারছেন না বলেই আপাতত জানা গিয়েছে। তবে তাঁর বদলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা শহরে আসছেন বলে জানা গিয়েছে। বিজেপি সূত্রে খবর, সব ঠিক থাকলে আগামী শুক্রবার অর্থাৎ ষষ্ঠীর দিন কলকাতায় পা রাখবেন দলের এই শীর্ষ স্থানীয় নেতা।
আগামী বছর লোকসভা নির্বাচনের আগে দলীয় সংগঠন মজবুত করার কাজ এই দুর্গাপুজো থেকেই শুরু করতে উদ্যোগী গেরুয়া শিবির। রাজ্যের ছোট-বড় মিলিয়ে একাধিক পুজোতে সামিল থাকেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বহু পুজোর উদ্বোধন করেন। অন্যদিকে, দুর্গাপুজোতে বিজেপি নেতাদের অন্তর্ভুক্তি হাতে গোনা। বড় কোনও পুজো তো দূর, সেইভাবে কোনও ছোট কমিটির পুজোর সঙ্গেও তারা যুক্ত নন। এই অবস্থায় দাঁড়িয়ে চলতি বছরের দুর্গাপুজোকে অন্যভাবে নিতে চাইছে তারা। জানা গিয়েছে, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোতে আসতে পারেন জেপি নাড্ডা। কারণ ওটা সজল ঘোষের পুজো হওয়ায় বিজেপির একটু লোকবল আছে সেখানে।
এর আগেও দুর্গাপুজো নিয়ে আলাদারকম কিছু করার কথা ভেবেছে বিজেপি নেতৃত্ব। পুজো আবহে শহরে এসেছেন অমিত শাহ। আবার ইজেডসিসিতে দলীয় পুজো উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এখনও পর্যন্ত কোনও ভাবেই দুর্গাপুজো নিয়ে বাঙালির মনে দাগ কাটতে পারেনি গেরুয়া শিবির। এবার তাই নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তর কলকাতার বেশ কয়েকটি পুজো ঘুরে দেখার কথা জেপি নাড্ডার।