কলকাতা: ইডেন গার্ডেনসে বিশ্বকাপের ম্যাচ, তাও আবার ভারতের। টিকিটের চাহিদা যে থাকতই তা জানা কথা। তবে এবার টিকিট নিয়ে বিরাট বিতর্ক সৃষ্টি হয়েছে যার রেশ খেলা শেষ হয়ে যাওয়ার পরও আছে। টিকিট নিয়ে কালোবাজারির বিশাল অভিযোগ উঠেছে। এই ইস্যুতে সিএবির নাম জড়িয়েছিল, এবার জড়াল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম। যাদবপুরের বিজ্ঞান বিভাগের ছাত্র সংগঠন এবং ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সংগঠন বিস্ফোরক অভিযোগ তুলেছে।
ইডেন ম্যাচের টিকিটের কালোবাজারির বিষয়ে কলকাতা পুলিশ তদন্ত করছে। এই ইস্যুতে সিএবি থেকে বিসিসিআই কর্তাদের পর্যন্ত ময়দান থানায় তলব করা হয়েছিল। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম জড়িয়ে যাওয়ায় আরও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র সংগঠন এবং ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সংগঠনের অভিযোগ, ইডেনের কিছু টিকিট বিশ্ববিদ্যালয়ের হাতে এসেছিল, কিন্তু তা বণ্টনে কারচুপি হয়েছে। শুধু তাই নয়, বরাদ্দ হওয়া টিকিট অনেক চড়া দামে বাইরের লোকের কাছে বিক্রিও করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো বটেই এই ইস্যুতে অভিযোগের আঙুল উঠেছে অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউয়ের দিকেও। অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয় মোট ২৬টি টিকিট পেয়েছিল। তার মধ্যে ৬টি টিকিট ছিল ক্লাবহাউজের। সেই ৬টির মধ্যে নাকি ৪টি টিকিট নিয়েছিলেন তিনি। এছাড়া যে আধিকারিক বা শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ডের সদস্যই নন, তারাও টিকিট পেয়েছিলেন।