কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনার পর ৩ মাস কেটে গিয়েছে। ১২ জন গ্রেফতার হলেও এখনও পর্যন্ত এই ইস্যুতে কোনও শাস্তি হয়নি। পুলিশের তদন্ত ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্দরের কমিটি এই ঘটনার অভ্যন্তরীণ তদন্ত করছিল। তারাও সেই অর্থে কোনও পোক্ত রিপোর্ট দিতে পারেনি। এই নিয়েই এবার উষ্মা প্রকাশ করলেন খোদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউ। বাংলার এক জনপ্রিয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তিনি নিজেই এই কমিটি নিয়ে সন্তুষ্ট নন।
ছাত্র মৃত্যুর এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন মিলিয়ে অনেকের গ্রেফতার হয়েছে। তাদের বিরুদ্ধে র্যাগিংয়ের সরাসরি অভিযোগ আছে। এমনকি পুলিশ তার প্রমাণও পেয়েছে বলে উল্লেখ করেছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি দোযীদের যে তালিকা দিয়েছে তা ধোঁয়াশায় ভরা বলে দাবি করেছেন স্বয়ং উপাচার্য। তাঁর কথায়, তদন্ত কমিটি অভিযুক্তদের যে তালিকা তৈরি করেছে তা নিয়ে ধন্দ আছে। বেশিরভাগ নামের পাশেই ‘আনআইডেন্টিফায়েড’ কথাটি লেখা আছে। উপাচার্যের কথায়, যারা তদন্ত কমিটির এই রিপোর্টের ভিত্তিতেই শাস্তি দিতে উঠে পড়ে লেগেছেন তাদের উদ্দেশ্য ভাল নয়।
এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেই একটি প্রশ্ন উঁকি দিয়েছে। কেউ কেউ সন্দেহ করছেন যে, কাউকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। তবে কে বা কারা তারা, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও ইঙ্গিত মেলেনি। তবে উপাচার্যের সঙ্গে একমত নয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জুটা। তারা শুধু জানতে চায়, এত বড় ঘটনায় প্রকৃত দোষীরা কবে শাস্তি পাবে।