ধর্না শেষ, শনিবার থেকে জরুরি পরিষেবায় যোগ, সিবিআইয়ের কাছে বিচার চেয়ে আন্দোলন চলবে Junior doctors end strike

Junior doctors end strike কলকাতা: অবশেষে ৪২ দিন পর কর্মবিরতি আংশিকভাবে তুলে নিলেন জুনিয়র ডাক্তারেরা। মুখ্যসচিবের নির্দেশিকাতেই কাটল জট। জুনিয়র চিকিৎসকদের জেনারেল বডি মিটিং শেষে…

Doctors Demands

Junior doctors end strike

কলকাতা: অবশেষে ৪২ দিন পর কর্মবিরতি আংশিকভাবে তুলে নিলেন জুনিয়র ডাক্তারেরা। মুখ্যসচিবের নির্দেশিকাতেই কাটল জট। জুনিয়র চিকিৎসকদের জেনারেল বডি মিটিং শেষে ধরনা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিলেন জুনিয়র চিকিৎসকেরা। আজ, অর্থাৎ শুক্রবার থেকেই উঠে যাচ্ছে ধরনা।  (Junior doctors end strike)

কর্মবিরতি আংশিক প্রত্যাহার Junior doctors end strike

 

গত ৯ অগাস্ট আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই কর্মবিরতিতে চলে যান জুনিয়র চিকিৎসকেরা। গত ন’দিন ধরে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছিলেন তাঁরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিক বৈঠক করেন তাঁরা। তাতে খানিকটা জট কাটে৷  বুধবার মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকের পর আপাতত কর্মবিরতি আংশিক তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন আন্দোলনরত চিকিৎসকেরা। তবে তাঁদের আন্দোলন এখনই থামছে না৷

Junior Doctors Strike West Bengal Junior doctors strike West Bengal
আরজি কর

শনিবার থেকে কাজে যোগ Junior doctors end strike

আন্দোলনরত চিকিৎসকদের তরফে স্পষ্ট ভাবেই বলা হয়েছে, “আংশিক জয় আসার পরই শনিবার থেকে আমরা কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমাদের লড়াই শেষ হয়ে যায়নি। আংশিক ভাবে কর্মবিরতি প্রত্যাহারের মাধ্যমে সদিচ্ছার প্রমাণ দিতে চাইছি। স্বাস্থ্য সচিবের পদত্যাগ নিয়ে মুখ্যমন্ত্রী সময় চেয়েছেন। আমরা নজর রাখছি।”

শুক্রবার স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত বিকাল ৩টের সময় মিছিলের ডাকও দেওয়া হয়েছে। তারপরই উঠে যাবে ধরনা। শনিবার থেকে জরুরি পরিষেবায় যোগ দেবেন সকলেই।

আরও পড়ুন-

RG Kar: CBI র‍্যাডারে তৃণমূল নেতা,

সিভিক ভলেন্টিয়ারদের চাকরি নিয়ে টানাটানি!

নামের আগে ডাক্তার লিখতে পারবেন না সন্দীপ

‘DVC-র সঙ্গে সম্পর্ক রাখব কিনা ভাবতে হবে’!

Bengal: Junior doctors end 42-day strike following Chief Secretary’s directive. Decision made after general body meeting. Dharna to be withdrawn from Friday. Protests began after the August 9 incident at RG Kar. Partial work resumption, but the fight continues.