কুণাল মুখ খুলতেই গ্রেফতার ‘ক’, পুলিশের জালে সিপিএম যুব নেতা কলতান দাশগুপ্ত

কলকাতা: জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার আশঙ্কা রয়েছে৷ এই সংক্রান্ত একটি ফোনালাপের অডিয়ো শুক্রবারই প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়৷ যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আজ…

ku k

কলকাতা: জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার আশঙ্কা রয়েছে৷ এই সংক্রান্ত একটি ফোনালাপের অডিয়ো শুক্রবারই প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়৷ যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আজ বিকেল৷ সেই ঘটনায় গ্রেফতার হয়েছেন বাম যুব নেতা তথা ডিওয়াইএফআইয়ের মুখপত্রের সম্পাদক কলতান দাশগুপ্ত। সিপিএমের কলকাতা জেলা কমিটিরও সদস্য তিনি।

 

তৃণমূল নেতা কুণাল ঘোষ শুক্রবার ওইএকটি অডিয়োটি প্রকাশ্যে আনেন৷ সেখানে দু’জনের কথোপকথন শোনা গিয়েছে৷ তাঁদের মধ্যে একজনকে ‘স’ এবং অপরজনকে ‘ক’ বলে সম্মোধন করেন তিনি। একজন বাম যুব সংগঠনের সঙ্গে যুক্ত এবং অপরজন অতি বাম যুব সংগঠনের সদস্য বলেও দাবি করেছিলেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ। শুক্রবারই পুলিশের হাতে গ্রেফতার হন অভিযুক্ত সঞ্জীব দাস। যার নামের আদ্যাক্ষর ‘স’। তাহলে ‘ক’ কে? অবশেষে জানা গেল ‘ক’-এর পরিচয়৷ সিপিএমের যুব নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ওই বার্তালাপে দ্বিতীয় কণ্ঠস্বরটি কলতানেরই৷