কলকাতা: দেড় দিন পার। এখনও স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকরা। পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। তবে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে দেখা গেল ভিন্ন ছবি৷ দিনের আলো ফুটতেই চায়ের কেটলি হাতে জুনিয়র চিকিৎসকদের ধর্না মঞ্চে হাজির হলেন কেয়কজন মহিলা৷ সঙ্গে আনলেন কিছু শুকনো খাবার। (Junior doctors protest for justice)
পাশে আমজনতা
এর আগে জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযানেও পাশে এসে দাঁঁড়িয়েছিল সাধারণ মানুষ৷ তাঁদেরও সকলের একটাই দাবি নির্যাতিতার বিচার চাই৷ সল্টলেকেও আন্দোলনকারী চিকিৎসকদের পাশে দাঁড়াল সাধারণ মানুষ৷ রাত জাগা আন্দোলনকারীদের হাতে তুলে দিল চায়ের কাপ। শুধুমাত্র মানবতার খাতিরে পড়ুয়া চিকিৎসকদের পাশে দাঁড়াল তাঁরা। এমনকী তাঁদের সমর্থন জানিয়ে পাশে দাঁড়ালেন প্রবীণ নাগরিকররাও৷ সকলের মুখে একটাই কথা, “আমরা ন্যায় বিচার চাই।”
আরও পড়ুন-
“উৎসবে ফিরুন”! বচ্ছরকার অপেক্ষা নিয়ে মুখিয়ে ওঁরা
Bengal: Junior doctors continue their protest at the health building, demanding justice. Public support grows as women bring tea and snacks. Citizens stand in solidarity, demanding fair treatment for the doctors. Join the movement for justice and support the cause.