১৫ নয়, ৩০ জন প্রতিনিধি নিয়ে নবান্নে জুনিয়র ডাক্তাররা

কলকাতা: স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলতে প্রস্তুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার ১৫ জনের প্রতিনিধি দলকে নবান্নে ডেকেছিলেন তিনি৷ কিন্তু মুখ্যসচিবের চিঠির হাতে…

jr dr1

কলকাতা: স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলতে প্রস্তুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার ১৫ জনের প্রতিনিধি দলকে নবান্নে ডেকেছিলেন তিনি৷ কিন্তু মুখ্যসচিবের চিঠির হাতে পাওয়ার পর আন্দোলনকারীদের সিদ্ধান্ত, ১৫ নয়, ৩০ জনের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন নবান্নে৷ ইমেল পাঠিয়ে মুখ্যসচিবকে এ বিষয়ে অবগত করা হয়েছে। এর পরেই বিকেল সাড়ে ৪টে নাগাদ বাসে করে তাঁরা নবান্নের উদ্দেশে রওনা দেন। (Junior Doctors Meeting CM Mamata Banerjee )

 

তার আগে সাংবাদিক বৈঠকে আন্দোলনকারীদের প্রতিনিধি অনিকেত মাহাতো বলেন, ‘‘রাজ্য সরকারের পক্ষ থেকে যে বার্তা পাঠানো হয়েছে, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। কিছু ক্ষণের মধ্যেই রওনা হব৷ আমাদের ৩০ জন প্রতিনিধি নবান্নে যাবেন৷’’

আরও পড়ুন-

RG Kar-এ বোমাতঙ্ক!

 

Bengal: West Bengal CM Mamata Banerjee invites junior doctors for a discussion at Nabanna. Initially, 15 representatives were called, but the doctors decided to send 30. They informed the Chief Secretary via email and are heading to Nabanna for the meeting.