Junior doctors resume duty
কলকাতা: কথা দিয়েছিলেন৷ সেই মতোই শনিবার সকাল থেকে কাজে ফিরলেন আরজি করের আন্দোলনরত চিকিৎসকেরা৷ চেনা ছন্দে হাসপাতাল৷ (Junior doctors resume duty)
কাজে ফিরলেন জুনিয়র চিকিৎসকেরা Junior doctors resume duty
শনিবার সকাল থেকেই হাসপাতালের ডিউটিতে ফিরতে শুরু করেন জুনিয়র ডাক্তাররা। অন্যান্য সরকারি হাসপাতালেও দেখা যায় চেনা ছবি৷ জরুরি পরিষেবায় দিতে শুরু করেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের অন্যতম প্রতিনিধি আরিফ আহমেদ শনিবার সকালে জানান, আরজি কর-সহ অন্যান্য হাসপাতালগুলির জরুরি বিভাগে পরিষেবা দিতে শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। ইমার্জেন্সি বিভাগ চেনা ছন্দে কাজ চলছে৷ শনিবার সকালে আরজি কর হাসপাতালে যে সকল জুনিয়র ডাক্তারদের ডিউটি ছিল, তাঁরা সময় মতোই হাসপাতালের ট্রমা কেয়ার ভবনে পৌঁছে যান৷
দাবি মেনে নেন মুখ্যমন্ত্রী chief minister accepted the demand
৯ অগাস্ট আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ৷ ধর্ষণ করে তাঁকে খুন করা হয় তাঁকে৷ এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন জুনিয়র ডাক্তাররা৷ মোট পাঁচ দফা দাবি তোলেন তাঁরা৷ সরকারে পক্ষের সঙ্গে একাধিক বৈঠক হয় তাঁদের৷ অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকের পর জট কাটে৷ মুখ্যমন্ত্রী তাঁদের অধিকাংশ দাবিই মেনে নেন৷ এর পরেই স্বাভাবিক হয় পরিস্থিতি৷
আরও পড়ুন-
জেলমুক্ত কেষ্ট! ১০ লক্ষ টাকা বন্ডে গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত
গুজরাতে নিয়ে গিয়ে সন্দীপকে নার্কো পরীক্ষা করাতে চায় সিবিআই!
ফের দক্ষিণের আকাশে নিম্নচাপের ভ্রুকুটি,
CBI ব়্যাডারে সন্দীপ ঘনিষ্ঠ এক ডাক্তার, খোঁজ শুরু!
ধর্না শেষ, শনিবার থেকে জরুরি পরিষেবায় যোগ
RG Kar: CBI র্যাডারে তৃণমূল নেতা,
সিভিক ভলেন্টিয়ারদের চাকরি নিয়ে টানাটানি!
নামের আগে ডাক্তার লিখতে পারবেন না সন্দীপ ঘোষ,
‘DVC-র সঙ্গে সম্পর্ক রাখব কিনা ভাবতে হবে’!
RG Kar: ফের সন্দীপ-অভিজিতকে মুখোমুখি বসিয়ে জেরা!
Bengal: Junior doctors at RG Kar Hospital in Kolkata resume duty after protests over a colleague’s death. Emergency services back to normal. CM Mamata Banerjee meets demands. Read the full story on the return to routine at government hospitals.