কলকাতা: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে জট কাটেনি৷ শর্ত না মেটায় বৃহস্পতিবার সন্ধ্যার বৈঠক ভেস্তে গিয়েছে৷ এই আবহে অচলাবস্থা কাটাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাহায্য চেয়ে তাঁকে মেল করলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। তেমনটাই জানা গিয়েছে সূত্র মারফত৷ ওই সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, মেল পাঠানো হলেও, রাষ্ট্রপতি ভবনের তরফে এখনও পর্যন্ত কোনও সাড়া মেলেনি। (Junior doctors seek President’s help)
কী বললেন মমতা
গতকাল বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘তিন দিনেও সমাধান করতে পারলাম না। বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি। যাঁরা নবান্নের সামনে এসেও বৈঠকে এলেন না, তাঁদের আমি ক্ষমা করে দিলাম৷
আরও পড়ুন-
‘মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতেও রাজি
জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে ‘রাজনীতি’?
চার শর্তে মানিককে জামিন দিল কলকাতা হাই কোর্ট
জলের বোতল-চায়ের কেটলি হাতে প্রতিবাদী চিকিৎসকদের পাশে দাঁড়াল আমজনতা
Bengal- Junior doctors in West Bengal seek President Droupadi Murmu’s intervention to resolve the deadlock after a failed meeting with Chief Minister Mamata Banerjee. Despite efforts, no resolution was reached, prompting the doctors to email the President for assistance