মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন, খারাপ বলব কেন? বক্তব্য বিচারপতির

মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন, খারাপ বলব কেন? বক্তব্য বিচারপতির

কলকাতা: নিয়োগ দুর্নীতি নিয়ে মামলার শুনানিতে ইতিমধ্যেই নানা মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি তাঁর একটি মন্তব্য কার্যত বিতর্কের সৃষ্টি করেছিল। হুঁশিয়ারি দিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন,‘‘ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব৷’’ সেই মন্তব্যের জন্য এদিন দুঃখপ্রকাশ করছেন তিনি। তবে একই সঙ্গে মুখ্যমন্ত্রী প্রসঙ্গে প্রশংসার সুর শোনা যায় তাঁর গলায়।

আরও পড়ুন: ‘ঢাকি সমেত বিসর্জন’ মন্তব্যের জন্য ‘দুঃখপ্রকাশ’, কেন বলেছিলেন জানালেন বিচারপতি

এদিন প্রাথমিকে নিয়োগের একটি মামলার শুনানিতে হালকা মেজাজে সরকারি কৌশলীকে বিচারপতি বলেন, মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন। তাঁকে কেন খারাপ কথা বলবেন তিনি? বরং তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে। বিচারপতির কথায়, সে দিন ধেড়ে ইঁদুর বলেছিলেন সুব্রতদার (হাইকোর্টের আইনজীবী সুব্রত মুখোপাধ্যায়) সঙ্গে কথা প্রসঙ্গে। উনি বুঝতে পেরেছিলেন কেন বলেছেন। কিন্তু সেটা অন্য রকম ভাবে ধরা হয়েছে। তবে যে মন্তব্য নিয়ে এত বিতর্ক সেটা নিয়ে বিচারপতি হেসে পর্ষদ আইনজীবীকে দেখিয়ে বলেছেন, ওরা আমাকে ওই সব বলতে বাধ্য করে। পাশাপাশি তাঁর বক্তব্য, আর কোনও মন্তব্য করবেন না।

তবে তিনি কুণাল ঘোষের কথা খুব এনজয় করেন এমনও জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর বক্তব্য, তিনি কুণাল ঘোষের কথায় খুব আনন্দ পান। রোজই তাঁর বিরুদ্ধে কিছু না কিছু বলেন। এখন এ নিয়ে তিনি অতিরিক্ত মন্তব্য করতে চান না! সরকারি কৌশলী বিচারপতিকে জানান, তাঁর কথার অন্য রকম মানে মিডিয়ায় প্রচার হয়ে যাচ্ছে। সেই প্রসঙ্গে বিচারপতি বলেন, মিডিয়া অনেক ভালোবাসে তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =