বোলপুর: দোল উৎসবে মেতে উঠেছে গোটা বাংলা। বুধবার আবার হোলি। উৎসবের আমেজ নিচ্ছেন না এমন কেউ নেই। এই উৎসবি মেজাজে শান্তিনিকেতনে দেখা গেল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। সেখানেই দোলের দিনটা কাটালেন তিনি। জনসাধারণ তাঁর মত ব্যক্তিত্বকে নিজেদের মাঝে পেয়ে আপ্লুত হয়েছে। বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সামনে পেয়েই বহু মানুষ পা ছুঁয়ে প্রণাম করে, অনেকে আবার সেলফিও তুলতে চায়।
আরও পড়ুন- নওশাদ জেল থেকে ছাড়া পেতেই অনুব্রতর কায়দায় বিলি নকুলদানা! ফুরফুরায় উড়ল আবির
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক বড় রায় দিয়েছেন তিনি। তাঁর নির্দেশেই তদন্ত করা সিবিআই, ইডি একাধিক গ্রেফতারি করেছে, যাদের মধ্যে নাম আছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে পর্ষদ প্রাক্তন সভাপতি সহ আরও অনেকে। সেই বিচারপতিকেই নিজেদের মধ্যে পেয়ে আবেগ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। শান্তিনিকেতনে তাঁকে দেখামাত্রই প্রশংসায় ভরিয়ে দেন অনুরাগীরা।
” style=”border: 0px; overflow: hidden”” title=”আরও কাছাকাছি বাম-কংগ্রেস! ভুল স্টেপ তৃণমূলের? Did TMC take a wrong step?” width=”835″>
এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় যে সাংবাদিকদের এড়িয়ে গিয়েছেন এমনটা নয়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বরং বলেন, দোল দেখতেই শান্তিনিকেতনে এসেছেন তিনি, রংও খেলেছেন। জানা গিয়েছে, সোমবার রাতেই শান্তিনিকেতনে পৌঁছন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার রতনপল্লির মাঠে গিয়েছিলেন তিনি বলে খবর। সেখানে একটি চায়ের দোকানে তাঁকে চা খেতেও দেখা যায়। ওই জায়গায় স্থানীয়দের ছবি তোলার আবদারও মেটান।