মাধ্যমিক নিয়ে উদ্বেগ, রাজ্যকে সিলেবাস ‘ঠিক’ করার পরামর্শ বিচারপতির

মাধ্যমিক নিয়ে উদ্বেগ, রাজ্যকে সিলেবাস ‘ঠিক’ করার পরামর্শ বিচারপতির

কলকাতা: বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। আগেই জানা গিয়েছিল, এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তুলনায় মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা কম। এমনকি গত বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের থেকেও চলতি বছর কম পড়ুয়া জীবনের প্রথম বড় পরীক্ষা দেবে। এবার এই বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। এক্ষেত্রে তিনি রাজ্য সরকারকে বিশেষ পরামর্শও দিয়েছেন।

আরও পড়ুন- মাধ্যমিকে অঙ্কে ভয়? পরীক্ষার খাতায় কী ভাবে উত্তর লিখতে হবে? পুরো নম্বর পাওয়ার কৌশলই বা কী?

কেন মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে তা নিয়ে চিন্তিত কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। বুধবার হাইকোর্টে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছে এই বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি মাধ্যমিকের সিলেবাস ঠিক করার পরামর্শ দেন। বিচারপতির কথায়, এখন থেকেই রাজ্যের সতর্ক হওয়া উচিত। সিলেবাস ঠিক না থাকলে ভবিষ্যতে যে সমস্যা আরও বাড়বে সে কথাও বলেন তিনি। আসলে অনেকেই এটা অনুমান করছেন যে, মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসের কারণেই রাজ্য সরকারি স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। অন্যান্য বোর্ডের দিকে ঝুঁকছেন অভিভাবকরা। এমন চলতে থাকলে আগামী দিনে যে মাধ্যমিক নিয়ে দুর্ভোগ আরও বাড়বে তা বলাই বাহুল্য।